কারও কথায় বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেবেনা সরকার, বলেছেন ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i133770
কারও কথায় বিএনপি নেতাকর্মীদের জেল থেকে মুক্তি দেবেনা সরকার। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৪ ১৬:১৩ Asia/Dhaka
  • কারও কথায় বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেবেনা সরকার, বলেছেন ওবায়দুল কাদের

কারও কথায় বিএনপি নেতাকর্মীদের জেল থেকে মুক্তি দেবেনা সরকার। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, দেশের আইন অনুযায়ী বিচার কাজ চলবে। শুক্রবার সকালে রাজধানীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি  এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, তা অচিরেই টের পাবে। অনুষ্ঠানে বক্তৃতাকালে বিএনপি নেতাকর্মীদের জামিন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। এ দেশের নিজস্ব আইন রয়েছে, তাই কোন বিদেশী প্রভুদের কথায় কাউকে মুক্তি দেয়া হবে না।

কাদের বলেন, বিএনপি অপরাজনীতির কারনে তারা জনগণ থেকে ছিটকে গেছে। তবে এবারের নির্বাচন না করা তাদের জন্য বড় ভুল ছিল। আন্দোলনের নামে হরতাল অবরোধ, অগ্নিসন্ত্রাস করলে, তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই, আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়। আশাটা আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে। তাদের এখন কালো পতাকার মিছিল, এটা হলো শোক পালনের মিছিল। কালো পতাকা তো শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে তারা পরাজয় বরণ করেছে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।