বাংলাদেশে ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান' প্রকাশ না করার সিদ্ধান্ত
https://parstoday.ir/bn/news/bangladesh-i133894-বাংলাদেশে_সড়ক_দুর্ঘটনার_পরিসংখ্যান'_প্রকাশ_না_করার_সিদ্ধান্ত
সরকারি উদ্যোগে সড়ক দুর্ঘটনার একটি পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরার দাবি জানিয়েছে, নিরাপদ সড়ক চাই। একই সাথে এখন থেকে আর ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান' প্রকাশ করবে না নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৯, ২০২৪ ২০:১৬ Asia/Dhaka
  • বাংলাদেশে ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান' প্রকাশ না করার সিদ্ধান্ত

সরকারি উদ্যোগে সড়ক দুর্ঘটনার একটি পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরার দাবি জানিয়েছে, নিরাপদ সড়ক চাই। একই সাথে এখন থেকে আর ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান' প্রকাশ করবে না নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)।

টানা গত ১০ বছর ধরে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছিল সংগঠনটি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিসচার চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সংগঠনের তথ্যে গড়মিল রয়েছে। সরকারি তিন দপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিআরটিএ এর সমন্বয়ে, শক্তিশালী সড়ক সেল গঠনের মাধ্যমে, সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে বলে মনে করেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ২০১২ সাল থেকে যে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছে, সেদিন থেকে আমরা সরকার ও দেশবাসীকে জানিয়ে আসছি এই কাজটি আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে শুরু করেছি। সারা দেশে আমাদের যতগুলো শাখা রয়েছে তাদের দেয়া তথ্য এবং পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল-এর সংবাদ ও বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আমরা এই তথ্য সংগ্রহ করতাম। সেইসঙ্গে বলেও আসছি এটা পর্যাপ্ত নয় এবং ডাটা সংগ্রহের জন্য এটা যথেষ্ট নয়। আমরা যে পদ্ধতি অবলম্বন করছি সেটা সেকেন্ডারি তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করে আসছি।

তিনি বলেন, ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান’ জাতির সামনে তুলে ধরেছি। কিন্তু যখন দেখলাম আমাদের দেখাদেখি অনেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করছে এবং নানা বিতর্ক তৈরি হচ্ছে তখন এ বছর এসে আমি ২০২৩ সালের পরিসংখ্যান আর তুলে না ধরার সিদ্ধান্ত নিয়েছি। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।