ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচেপড়া ভিড়; বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i134334-ছুটির_দিনে_বাণিজ্য_মেলায়_উপচেপড়া_ভিড়_বেচাকেনা_নিয়ে_মিশ্র_প্রতিক্রিয়া
জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেন আরও বেশি মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। ক্রেতার আনাগোনা বাড়তে থাকায় সামনের দিনগুলোতে কেনাবেচা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১৮:০৫ Asia/Dhaka

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেন আরও বেশি মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। ক্রেতার আনাগোনা বাড়তে থাকায় সামনের দিনগুলোতে কেনাবেচা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।

সময় গড়িয়ে শেষের দিকে ক্রেতা আকৃষ্ট করতে লাভের অংশ কমিয়ে বিক্রেতারা মনোযোগ দিচ্ছে মূল্য ছাড়ে। বরাবরের মতো এবারও মেলায় ব্যবস্থা রয়েছে গৃহস্থলির পণ্য, হোমটেক্স, কসমেটিকস, খাবারসহ বিনোদনের ব্যবস্থা। শেষ সময়ে এসে এখন পছন্দ হলেই দরদাম করে কেনাকাটা করছেন ক্রেতারা। বড় কোম্পানিগুলো তাদের পণ্যপ্রদর্শনীতে সন্তুষ্ট থাকলেও হতাশায় দিন কাটাচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা।

এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আরও রয়েছে বাংলাদেশ সেনা বাহিনীর 'সেনা পণ্য', প্রতিবন্ধীদের তৈরি 'মৈত্রী পণ্য' বাংলাদেশ কারুশিল্প পরিচালিত 'হস্ত ও কারু শিল্প পণ্য'সহ দেশীয় পণ্যের বাহারী পসরা।

বাণিজ্যমেলায় পণ্যের তুলনামুলক দাম বেশি বলছেন ক্রেতারা। তাই মেলার শেষের দিনগুলোতে মূল্য ছাড়ের অপেক্ষায় অনেকে। তবে শেষদিকে মেলায় বেচাকেনা আরও বাড়বে বলে আশা বাণিজ্য মেলার প্রবেশ টিকেট-এর ঠিকাদার সালাউদ্দিন ভূইয়া।

মেলায় কেনাকাটার পাশাপাশি পরিবার স্বজন নিয়ে বেড়াতে আসছেন রাজধানী ও আশপাশের বাসিন্দারা। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও রয়েছে অস্থায়ী পার্ক রয়েছে বিভিন্ন রাইডের ব্যাবস্থা। এমন অবসর সময়ে ছোটদের পাশাপাশি পরিবারের বাকি স্বজনরাও আনন্দে মেতে উঠেছে।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।