রেডিও তেহরানের সাংবাদিক রেজওয়ান হোসেনের বাবার ইন্তেকাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i134736-রেডিও_তেহরানের_সাংবাদিক_রেজওয়ান_হোসেনের_বাবার_ইন্তেকাল
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের (রেডিও তেহরান বাংলা) সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রেজওয়ান হোসেনের বাবা মুন্সি মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১৪:১৫ Asia/Dhaka
  • দুই নাতির মাঝে মুন্সি মোশাররফ হোসেন
    দুই নাতির মাঝে মুন্সি মোশাররফ হোসেন

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের (রেডিও তেহরান বাংলা) সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রেজওয়ান হোসেনের বাবা মুন্সি মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন। 

গতকাল দিনগত রাত দেড়টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুন্সি মোশাররফ হোসেন ফুসফুস রোগসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজে গ্রাউন্ড সুপারিন্টেনডেন্ট (জিএস) হিসেবে কর্মরত ছিলেন। ২০০২ সালে তিনি অবসরে যান।

মরহুমের বড় ছেলে রেজওয়ান হোসেন জানিয়েছেন, আজ (বুধবার) জোহরের নামাযের পর ঝিনাইদহের চাকলাপাড়া কবরস্থানে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সাংবাদিক রেজওয়ান হোসেন তাঁর বাবা'র নাজাতের জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে, মুন্সি মোশাররফ হোসেনের মৃত্যুতে আইআরআইবি বাংলা বিভাগের পরিচালক মুজতাবা ইব্রাহিমি এবং রেডিও তেহরানের কলাকুশলীরা গভীর শোক প্রকাশ করেছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১