পণ্য মজুতদারি ও জাল নোটের বিরুদ্ধে র‍্যাবকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i135284
আসন্ন রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ০৬, ২০২৪ ১৮:১০ Asia/Dhaka
  • পণ্য মজুতদারি ও জাল নোটের বিরুদ্ধে র‍্যাবকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে সবচেয়ে বেশি প্রয়োজনীয় পণ্যগুলো মজুত করে রাখে এবং সেগুলোর দাম বাড়াতে অনৈতিক কৌশল অবলম্বন করে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।  প্রধানমন্ত্রী বলেন, বেশি মুনাফাখোর হয়ে ওঠে,তারা ভুলে যায় যে রমজান হলো আত্মসংযমের মাস।

র‌্যাব সদর দফতরে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈদের আগে সাধারণত জাল টাকার প্রচলন বেড়ে যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যেও ঈদের আগে নজরদারি আরও বাড়াতে হবে।র‌্যাব সদস্যদের জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে বলেন প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/বাদশাহ রহমান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।