বাংলাদেশের সার্বিক উন্নয়নে নারী পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i135356-বাংলাদেশের_সার্বিক_উন্নয়নে_নারী_পুরুষের_সমান_অংশগ্রহণ_প্রয়োজন_প্রধানমন্ত্রী
উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি, অর্থনেতিক ও সামাজিকভাবে নারীদের সাবলম্বী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারীদের এখনই এগিয়ে যাবার সময়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৮, ২০২৪ ১৭:৫৬ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি, অর্থনেতিক ও সামাজিকভাবে নারীদের সাবলম্বী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারীদের এখনই এগিয়ে যাবার সময়।

আজ (শুক্রবার) সকালে রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবস এবং জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নারীরা এগিয়ে না এলে, দেশের অগ্রাযাত্রা থেমে যাবে, তাই পুরুষের পাশাপাশি নারীদের সমানভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার হাত ধরে, নারী মুক্তির যে যাত্রা শুরু হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নারীর উন্নয়নকে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। দেশের প্রতিটি খাতে তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এখন তাদের এগিয়ে যাবার সময়। দেশের অর্থনীতির ভীত রক্ষায় পুরুষের পাশাপাশি বিশেষ অবদান রাখাতে নারীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

অনুষ্ঠানে, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জকে অতিক্রম করে, বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরুপ, ৫ নারীকে জাতীয় পর্যায়ে সেরা জয়িতা পুরস্কার-২০২৩ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৮