পূর্বাচল নিউ টাউন প্রকল্পের অধীনে প্লট বরাদ্দে অনিয়ম
১ ডিসেম্বর হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায়
-
হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে ১ ডিসেম্বর।
আজ (মঙ্গলবার) আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্কের পর এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা আরও তিনটি দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।
এ ছাড়া, হাসিনা, তার ভাগ্নি আজমিনা সিদ্দিক ও টিউলিপ সিদ্দিক এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২১ জনের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি দুর্নীতি মামলার বিচার বর্তমানে বিশেষ জজ আদালত-৪-এ বিচারাধীন বলে জানায় প্রসিকিউশন।
পূর্বাচল নিউ টাউন প্রকল্পের অধীনে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে ঢাকা সমন্বিত জেলা অফিস-১-এ ছয়টি পৃথক মামলা দায়ের করেছে।
হাসিনা রাজউকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে পূর্বাচল নিউ টাউন প্রকল্পের সেক্টর ২৭-এর কূটনৈতিক জোনে প্রতিটি ১০ কাঠার ছয়টি প্লট অবৈধভাবে নিজের জন্য, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্য এবং রেহানা ও তার পুত্র রাদওয়ান ও কন্যা আজমিনার জন্য বরাদ্দ নিয়েছেন, যদিও তারা প্রযোজ্য নিয়ম অনুযায়ী এর জন্য যোগ্য ছিলেন না।
২৫ মার্চ দুদক ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কোর্টে ছয়টি চার্জশিট দাখিল করে। হাসিনাকে ছয়টি মামলাতেই অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়।
৩১ জুলাই সংশ্লিষ্ট মামলাগুলোতে হাসিনা, রেহানা, জয়, পুতুল, রাদওয়ান সিদ্দিক, টিউলিপ ও আজমিনা সিদ্দিকসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।#
পার্সটুডে/জিএআর/২৫