এবারের ঈদ দুঃখ-কষ্টের : মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i136526
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ঈদ সাধারণ মানুষ কাছে দুঃখ-কষ্টের। একইসঙ্গে তিনি বলেছেন, তিনি বলেছেন, ‘এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে, কষ্ট নিয়ে এসেছে। ঈদে কী করি আমরা? ঈদে সাধারণত ছেলে-মেয়ে-স্ত্রী-বাচ্চাদেরকে কাপড় দেই। সেই কাপড় আমরা দিতে পারছি না। ভালো খাবার দেই? সেই খাবার আমরা দিতে পারছি না, সাধারণ মানুষরা তাদের ছেলে-মেয়েদের সেই খাবার দিতে পারছে না।’
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ১১, ২০২৪ ১৫:৩৪ Asia/Dhaka
  • এবারের ঈদ দুঃখ-কষ্টের : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ঈদ সাধারণ মানুষ কাছে দুঃখ-কষ্টের। একইসঙ্গে তিনি বলেছেন, তিনি বলেছেন, ‘এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে, কষ্ট নিয়ে এসেছে। ঈদে কী করি আমরা? ঈদে সাধারণত ছেলে-মেয়ে-স্ত্রী-বাচ্চাদেরকে কাপড় দেই। সেই কাপড় আমরা দিতে পারছি না। ভালো খাবার দেই? সেই খাবার আমরা দিতে পারছি না, সাধারণ মানুষরা তাদের ছেলে-মেয়েদের সেই খাবার দিতে পারছে না।’

বৃহস্পতিবার সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের পরে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সুপরিকল্পিতভাবে দীর্ঘ দিন ধরে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দেশকে পরনির্ভরশীল করার জন্যই বর্তমান সরকার এসব করছে।

এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে এক কঠিন দুঃসময় চলছে। আমাদের দল শুধু নয়, সারাদেশে বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী এখনো কারাগারে, আমাদের নেতারা এখনো কারাগারে। আপনারা জানেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের অসংখ্য নেতা-কর্মীকে গুম করেছে, হত্যা করেছে, নিপীড়ন-নির্যাতন করেছে, কারাগারে নিক্ষেপ করেছে। তারপরও এদেশের মানুষ গণতন্ত্রের জন্য, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছে, লড়াই করে চলেছে।

তিনি বলেন, ‘বিগত যে নির্বাচন হলো যেটা কোনো নির্বাচনই ছিল না, আসলে এটা ছিল সম্পূর্ণ ডামি নির্বাচন। আমরা বিশ্বাস করি, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না। জনগণ অবশ্যই সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ এই ফ্যাসিস্ট দখলদার সরকার যারা জোর করে বাংলাদেশের অর্থনীতি-রাজনীতি সব কিছুই ধ্বংস করে দিচ্ছে অবশ্যম্ভাবীভাবে তার পরিণতি নিয়ে আসবে। তাদেরকে জনগণের কাছে পরাজিত হতে হবে।’#

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।