চলমান আন্দোলন বাংলাদেশকে ফিরে পাবার আন্দোলন: আমির খসরু
https://parstoday.ir/bn/news/bangladesh-i136562-চলমান_আন্দোলন_বাংলাদেশকে_ফিরে_পাবার_আন্দোলন_আমির_খসরু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে যতদিন ফেরত না পাই ততদিন আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। বিএনপির হারানোর কিছু নেই। মন্ত্রীত্ব কিংবা এমপি হবার জন্য এই চলমান আন্দোলন না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২৪ ১৭:৪৩ Asia/Dhaka
  • চলমান আন্দোলন বাংলাদেশকে ফিরে পাবার আন্দোলন: আমির খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে যতদিন ফেরত না পাই ততদিন আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। বিএনপির হারানোর কিছু নেই। মন্ত্রীত্ব কিংবা এমপি হবার জন্য এই চলমান আন্দোলন না।

আজ (শুক্রবার) চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় এক ঈদ পুনর্মিলনীতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, 'চলমান আন্দোলন বাংলাদেশকে ফিরে পাবার আন্দোলন। এটা চলবে।

বছরের পর বছর ক্ষমতা দখল করে মানুষে ওপর কেউ চেপে বসে থাকবে আর লুটপাট করে টাকা বিদেশে পাচার করবে আর এই টাকা পূরণ করবে সাধারণ মানুষ বাড়তি ট্যাক্স, ভ্যাট, উচ্চমূল্যে গ্যাস বিল, বিদুৎ বিল আর পানির বিলও উচ্চমূল্যে কিনে, এটা চলতে পারে না।' জনগণের মধ্যে ক্ষোভ আছে, এই ক্ষোভের প্রতিফলন ঘটবেই,' বলেন তিনি। #

পার্সটুডে/জিএআর/১২