বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে বাংলা বর্ষবরণ ১৪৩১ পালিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i136624-বর্ণাঢ্য_আয়োজনে_দেশজুড়ে_বাংলা_বর্ষবরণ_১৪৩১_পালিত
দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাঙালি সংস্কৃতির সার্বজনীন বর্ষবরণ উৎসব। বিভিন্ন জেলায় নানা ঐতিহ্য ও রীতিতে বাংলা নতুন বছর ১৪৩১-কে বরণ করে নিচ্ছেন মানুষ। ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৪, ২০২৪ ১৭:৫২ Asia/Dhaka
  • বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে বাংলা বর্ষবরণ ১৪৩১ পালিত

দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাঙালি সংস্কৃতির সার্বজনীন বর্ষবরণ উৎসব। বিভিন্ন জেলায় নানা ঐতিহ্য ও রীতিতে বাংলা নতুন বছর ১৪৩১-কে বরণ করে নিচ্ছেন মানুষ। ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।

প্রতিবছরের মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে সুরে সুরে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩১। সমবেতভাবে আঁধার রজনী পোহানোর গান গাইলেন। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধননির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। ফলে পয়লা বৈশাখের এই আয়োজন রূপ নেয় এক বর্ণিল মহোৎসবে।

মঙ্গল শোভাযাত্রা

বছরের প্রথম দিনে নারীরা লাল-সাদা শাড়ি, কাচের চুড়ি, দুল-মালায় বাঙালিয়ানা সাজে সেজেছেন। পুরুষের গায়ে শোভা পেয়েছে একই রং-নকশার পাঞ্জাবি। এছাড়া অনেকের মাথায় শোভা পেয়েছে লাল-সবুজ জাতীয় পতাকার ছাপ দেওয়া ব্যান্ড। দর্শনার্থীরা জানান, নতুন বছর মানেই একটি নতুন সম্ভাবনা।

নতুন বছরের নতুন দিনের এ আয়োজন দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণা জোগাবে। এবারের অনুষ্ঠানের মূলভাব মানুষ ও মানবতার জয়গান।

এদিকে, বর্ষবরণের আয়োজন ঘিরে পুরো রমনা পার্ক এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বসানো হয়েছে ডিএমপি, র‌্যাবের কন্ট্রোল রুম। #

পার্সটুডে/জিএমএআর/১৪