বন্দিদের সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে
(last modified Mon, 15 Apr 2024 11:01:16 GMT )
এপ্রিল ১৫, ২০২৪ ১৭:০১ Asia/Dhaka
  • বন্দিদের সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে

জেলে বন্দি থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (সোমবার) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে ওবায়দুল কাদের একথা বলেন। আটক নেতাকর্মীদের তালিকা না দিতে পারলে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে বলেছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কারাবন্দি ছিল ২০ হাজার এখন সেটা ৬০ লাখ হলো কি করে? ৬০ লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুন। না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য গত শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে এক শোকসভায় মির্জা ফখরুল বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়া হয়েছে। ৭০০-৮০০ নেতাকর্মীকে গুম করে দেয়া হয়েছে। অক্টোবর আন্দোলনের পর ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই প্রসঙ্গে সোমবার কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ১৭ এপ্রিল মুজিব নগর দিবস। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ দিবস, সেই দিনটিকে তারা অস্বীকার করে। ১০ এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশের সরকার গঠন হয় সেটা অস্বীকার করে। বিএনপি বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে এটা তিনি বিশ্বাস করেন না বলে জানান।#

পার্সটুডে/জিএআর/১৫