এপ্রিল ২৫, ২০২৪ ১৫:৪৩ Asia/Dhaka
  • 'ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যা চলছেই, যুদ্ধকে 'না' বলুন: শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যা চলছেই। অবশ্যই এর শেষ হওয়া উচিত। যুদ্ধ কোনো সমাধান বয়ে আনে না।

আজ(বৃহস্পতিবার)থাইলান্ডের ইএসসিএপি হলে বক্তৃতায় এই আহ্বান জানান বাংলাদেশের সরকারপ্রধান।

বিশ্ববাসীকে সব ধরনের আক্রমণ ও নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮০তম অধিবেশনে তিনি বলেছেন, “টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা। যে কারণে সব রকমের হামলা-আক্রমণ কিংবা নৃশংতার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত।”

বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের ‘শান্তির নতুন এজেন্ডার’ পাশে রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “গাজায় চলমান যুদ্ধ কেবল হতাহতের সংখ্যাই বাড়াচ্ছে, বিশেষ করে নারী ও শিশুদের হতাহতের সংখ্যা বাড়ছে। এ ক্ষেত্রে আলোচনাই শান্তি নিয়ে আসতে পারে।” এ প্রসঙ্গে শেখ হাসিনা তার উদ্যোগ ১৯৯৬ সালে বাংলাদেশে ‘পার্বত্য শান্তি চুক্তি’ করার কথা তুলে ধরেন।

৬ দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে বুধবার ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।

থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। এরপর দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা শুরুর জন্য ‘লেটার অব ইনটেন্ট’ সই করার পাশাপাশি চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে তাদের উপস্থিতিতে। আগামী ২৯ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।#

পার্সটুডে/জিএআর/২৫

ট্যাগ