সেপ্টেম্বর ০৪, ২০১৬ ০০:১২ Asia/Dhaka
  • সোমবার জামায়াতের অর্ধদিবস হরতাল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

শনিবার রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকরের পরপরই জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে রোববার সারাদেশে ও বিদেশে গায়েবানা জানাজা এবং মঙ্গলবার দেশব্যাপী দোয়া কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

মীর কাসেম ২০১২ সালের ১৭ জুন গ্রেপ্তারের পর থেকে কাশিমপুর কারাগারেই ছিলেন। ২০১৪ সালের আগে তিনি এ কারাগারে হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। পরে ২০১৪ সালের নভেম্বরে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলে তাঁকে ফাঁসির সেলে পাঠানো হয়। তবে এর আগে ওই বছরই ২০ জুন তাঁকে কাশিমপুরের কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। পরে ২৬ জুলাই আবার তাঁকে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন মতিঝিলে নয়া দিগন্ত কার্যালয় থেকে গ্রেফতার করা হয় মীর কাসেমকে। পরের বছর ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হয় তার মানবতাবিরোধী অপরাধের বিচার।#

পার্সটুডে/এআর/৪

ট্যাগ