রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেস্কোর প্রতিবেদন ‘হাস্যকর’: হাছান মাহমুদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i21238-রামপাল_বিদ্যুৎকেন্দ্র_নিয়ে_ইউনেস্কোর_প্রতিবেদন_হাস্যকর’_হাছান_মাহমুদ
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেস্কোর প্রতিবেদনকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১৮:২৭ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ
    বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেস্কোর প্রতিবেদনকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, “ইউনেস্কো'র প্রতিবেদন আমি পড়েছি। তা পড়ে মনে হয়েছে এ প্রতিবেদন আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত।”
 
তিনি বলেন, “ইউনেস্কোর প্রতিবেদনে কিছু হাস্যকর যুক্তি তুলে ধরা হয়েছে। যেমন- ৩৬ কিলোমিটার নদী ড্রেজিং করলে নদীর নাব্যতা কমে, নদী ধ্বংস হয়ে যাবে এমন কথাও লিখেছে। আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ে তা পড়িয়েছিও। কিন্তু নদী ড্রেজিংয়ের কারণে নাব্যতা নষ্ট হয়ে যায় তা আমার জানা ছিল না।”   

আওয়ামী লীগের এ সিনিয়র নেতা দাবি করেন, “রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ প্রতিবেদনের জবাব দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। আমি আশা করি সরকারের জবাবের পরই ইউনেস্কোর কাছে এর বাস্তব চিত্র উঠে আসবে এবং তারা আশ্বস্ত হবে।”

সুন্দরবনের পাশে বাগেরহাটের রামপালে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে কয়েক বছর ধরে আন্দোলন করছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

গত মার্চ মাসে ইউনেস্কোর একটি প্রতিনিধিদল সুন্দরবন সফল করে সম্প্রতি একটি প্রতিবেদনে পেশ করেছে। এ স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের ক্ষতি হবে। এ প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেবার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউনেস্কো।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬