অর্থনৈতিক অগ্রগতি সরেজমিনে দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের ঢাকা সফর
https://parstoday.ir/bn/news/bangladesh-i23119-অর্থনৈতিক_অগ্রগতি_সরেজমিনে_দেখতে_বিশ্বব্যাংকের_প্রেসিডেন্টের_ঢাকা_সফর
দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য এবং নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হওয়ায় তার অগ্রগতি সরেজমিনে দেখার জন্য বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আজ ঢাকায় আসছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ১৭:০২ Asia/Dhaka
  • অর্থনৈতিক অগ্রগতি সরেজমিনে দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের ঢাকা সফর

দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য এবং নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হওয়ায় তার অগ্রগতি সরেজমিনে দেখার জন্য বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আজ ঢাকায় আসছেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বাংলাদেশ সফর প্রাক্কালে ঢাকাস্থ আবাসিক কার্যালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই সফরের মূল উদ্দেশ্য হলো-সুশাসন ও বিনিয়োগ পরিবেশের অগ্রগতির মধ্যে দিয়ে বাংলাদেশে বেসরকারিখাতে বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচন।

তার দুই দিনের সফরে দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে আগামীকাল একটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন কিম ইয়ং।

কিম তার সফরের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেশের উন্নয়নে ও অগ্রগতিতে বিশ্বব্যাংক কিভাবে আরো সম্পৃক্ত হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন।

এ ছাড়া তিনি সুশীল সমাজের প্রতিনিধি ও প্রাইভেট সেক্টরের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। তিনি বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত কিছু প্রকল্পও পরিদর্শন করবেন।

বিশ্বব্যাংক প্রধানের বাংলাদেশ সফরের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গণমাধ্যমকে  বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি বড় উৎসব। আশা করি তার এই সফরের মাধ্যমে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা প্রতিনিয়ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে সহজ শর্তে বিশ্বব্যাংকের সহায়তা পেয়ে আসছি এবং বৈশ্বিক অন্যান্য সংস্থার তুলনায় বিশ্বব্যাংকের নিকট থেকে আমরা সবচেয়ে বেশি সহায়তা পেয়েছি।

অর্থমন্ত্রী বলেন,‘আশা করছি এবার আমরা ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের নতুন প্রতিশ্রুতি পাবো যা চলতি ৫২ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির চেয়ে বেশি।’

চলতি বছর বিশ্বব্যাংকের নিকট থেকে বাংলাদেশ ১ দশমিক ২ বিলিয়ন ডলারের মঞ্জুরি সহায়তা পাচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন,‘আমরা বিশ্বব্যাংকের সাথে অধিকাংশ বিষয়ের মীমাংসা করেছি এবং আশা করছি আগামীদিনে আরো অগ্রসর হতে পারবো।’

দেশ স্বাধীন হওয়ার পর জিম ইয়ং কিম হবেন বিশ্বব্যাংকের ৫ম প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ সফরে আসছেন। এর আগে সর্বশেষ ২০০৭ সালের নভেম্বর তৎকালীন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট বি. জোয়েলিক দুই দিনের সফরে বাংলাদেশ এসেছিলেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/মোঃ রেজওয়ান হোসেন/১৬