নেত্রকোনায় ৫ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল
(last modified Thu, 28 Mar 2019 10:07:01 GMT )
মার্চ ২৮, ২০১৯ ১৬:০৭ Asia/Dhaka
  • নেত্রকোনায় ৫ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার আব্দুল মজিদসহ পলাতক পাঁচ রাজাকারের বিরুদ্ধে ফাঁসির দণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন মো. আব্দুল খালেক তালুকদার (৬৭) , মো. কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন (৭০)।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আজ (বৃহস্পতিবার) এ মামলার রায় ঘোষণা করেন। গত ২৮ জানুয়ারি থেকে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল।

এই মামলার মোট আসামি ছিল সাতজন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যায় আহাম্মদ আলী (৭৮)। আর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে  মারা যান আরেক আসামি আব্দুর রহমান (৭০)।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে আটজন নিরীহ মানুষকে অপহরণের পর হত্যা, তিনটি বাড়ির মালামাল লুট, আটটি ঘরে অগ্নিসংযোগ ও একজনকে ধর্ষণের অভিযোগ।

২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ১ বছর ১ মাস ৫ দিনে আসামিদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেন তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির। ১৬ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই বছরের ২২ মে উল্লেখিত ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে সরকারপক্ষ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬