তাপদাহে পুড়ছে বাংলাদেশ: ৩০ এপ্রিল আসছে ঘূর্ণিঝড় 'ফণী'
(last modified Fri, 26 Apr 2019 12:34:19 GMT )
এপ্রিল ২৬, ২০১৯ ১৮:৩৪ Asia/Dhaka

গ্রীষ্মের তাপদাহে পুড়ছে বাংলাদেশ। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। দিন দিন গ্রীষ্মের খরতাপ বাড়ছেই। রোদ-গরমের তীব্রতায় জীবন যেন ওষ্ঠাগত। বৃহস্পতিবার দুপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময়, রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র রোদ আর গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে রিক্সাওয়ালাসহ পরিবহন শ্রমিকদের অবস্থা শোচনীয়। প্রখর রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না দিনমজুররাও। রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষেরও করুণ দশা। দুপুরে অনেকটাই যেন ফাঁকা হয়ে যায় রাজপথ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। এই তাপমাত্রা আগামীকাল (শনিবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শনিবার বিকেলের পর রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টি হলে রোববার থেকে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে তীব্র লঘুচাপের সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের ফলে ৩০ এপ্রিলের দিকে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। সাপের ফণা আকৃতির এ ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ফণী।

এদিকে, প্রখর রোদ আর তীব্র গরম থেকে বাঁচতে ঘর থেকে বের হওয়া কমিয়ে দিয়েছে মানুষ। গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা শ্রমজীবী মানুষকে। স্বস্তি পেতে অনেকে ঝুঁকছেন রাস্তার পাশে খোলা খাবার ও পানীয়ের দিকে। ধুলো ময়লার কারণে এসব খাবার খেয়ে অসুস্থ হওয়ার সংখ্যাও কম নয়।

তীব্র গরমের কারণে রাজধানীসহ সারাদেশে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ডায়রিয়া রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর’বি)। এখানে প্রতিদিন ডায়রিয়া রোগী দ্বিগুণ হারে বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আইসিডিডিআর’বিতে প্রতিদিন সাড়ে ৮শ’ থেকে ৯০০ ডায়রিয়া আক্রান্ত রোগী আসছে। যা অন্য সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। রোগীর চাপ সামাল দিতে ভবনের বাইরে তাঁবু টাঙিয়ে সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

তারা জানান, বিভিন্ন জায়গা থেকে রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। মূলত পানির সমস্যা; এছাড়া বাইরের খোলা খাবারের কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। ডায়রিয়া থেকে বাঁচতে রাস্তার পাশের খোলা ও বাসি খাবার না খাওয়া এবং বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬