এবারের ঈদযাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের (ফাইল ফটো)
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদুল ফিতরের সময় ঘরমুখো মানুষের যাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে, তাহলে সড়কে যানজট থাকার কথা নয়। আজ (রোববার) দুপুরে রাজধানীর মতিঝিলের বিআরটিসি ভবনে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী জানান, বিআরটিসির বহরে নতুন গাড়ি সংযুক্ত হয়েছে। ঈদের আগেই ২৭১টি বাস যুক্ত হবে। ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি চলে এসেছে। নতুন গাড়িগুলো ছাড়াও এবারের ঈদে সর্বমোট এক হাজার ৮৯টি গাড়ি চলবে। বিআরটিসির যানবাহন রক্ষণাবেক্ষণে যত্নবান হতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।
সড়ক-মহাসড়কের অবস্থা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় দুর্ভোগের জায়গাগুলো এবার স্বস্তির হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু খুলে দেয়া হয়েছে। তবে গাজীপুরে সড়কে সমস্যা রয়েছে। বলে দিয়েছি, গাজীপুর সড়কে ঈদ পর্যন্ত কোনও পাইলিং হবে না। এছাড়া, বাকি রাস্তা যান চলাচল উপযোগী রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক পরিবহনে বৈজ্ঞানিক পরিবর্তন শুরু হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে মানুষের ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঈদ উদযাপন শেষে মানুষের ঢাকায় ফিরে আসা পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে।
আজ (রোববার) দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান একথা জানান।
তিনি বলেন, শুধু যাত্রাপথ নয়, ঈদের সময় যেসব শপিংমলগুলোতে কেনাকাটা হয় এবং যেসব স্থানে মানুষের সমাগম হয়। ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। এ নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র চেকপোস্টে সীমাবদ্ধ না রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেয়া হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬