বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট ৪ জুলাই, প্রস্তুতি সম্পন্ন
আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ-ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম ফ্লাইটটি ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের বিদায় জানাবেন।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ-ফ্লাইট পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
হজ্জ যাত্রার উদ্বোধনী দিনে বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো কয়েকটি ফ্লাইট বিজি-৩১০১ সকাল ১১টা ১৫ মিনিটে, বিজি-৩২০১ বিকাল ১৫টা ১৫ মিনিটে, বিজি-৩৩০১ রাত ১৯টা ১৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ২০টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।

সরকারী হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এ বছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজ-যাত্রী, এরমধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ ব্যালটি অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ্জ যাত্রী যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়।
এ বছর হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকারুটে পরিবহনের জন্য বিমানের ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটের হজ-যাত্রীরা জেদ্দায় যাবেন। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথাক্রমে ১৯টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।
প্রথমবারের মতো এ বছর কিছু ফ্লাইটের জেদ্দা বিমান বন্দরের পরিবর্তে ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে। এ উদ্দেশ্যে সৌদি আরবের একটি ইমেগ্রেশনটিম ঢাকায় অবস্থান করবে।
এ বছর বিমান হজযাত্রীদের উড়োজাহাজের সামনের অপেক্ষাকৃত বড় ও আরামদায়ক নিশ্চিত আসন পাওয়ার জন্য ওয়ানওয়ে-তে ১০০ ডলার বা সম-পরিমাণ টাকা এবং টু ওয়ে (যাওয়া-আসা) যাত্রায় ২০০ ডলার বা সম-পরিমাণ আর্থ অতিরিক্ত ফি ধার্য করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২