বাংলাদেশে বিচার ব্যবস্থার কোনো স্বাধীনতা নেই: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i71718-বাংলাদেশে_বিচার_ব্যবস্থার_কোনো_স্বাধীনতা_নেই_মির্জা_ফখরুল
সুদীর্ঘ ২৫ বছর পূর্বে ১৯৯৪ সালে ইশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির ঘটনায় পাবনার আদালতের দেয়া গতকালের রায়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০১৯ ১৯:১২ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুদীর্ঘ ২৫ বছর পূর্বে ১৯৯৪ সালে ইশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির ঘটনায় পাবনার আদালতের দেয়া গতকালের রায়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন,সেদিন পাবনার ঈশ্বরদীতে রাতের আধারে দুটো গুলির শব্দ হয়েছিল। সেই গুলির শব্দ কে বা কারা করেছে তা নিয়ে বিতর্ক রয়েছে। এতদিন পরে ১৯৯৪ সালের গুলির ঘটনাকে কেন্দ্র করে যে রায় দেয়া হয়েছে সেই রায়ে আজ গোটা জাতি বিস্মিত হয়েছে। এ রায় এটাই প্রমাণ করেছে যে বাংলাদেশে বিচার ব্যবস্থার কোনো স্বাধীনতা নেই। মির্জা ফখরুল বিচারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেন ।

এদিকে, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, '১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর হামলা মামলার রায়ে সরকারের কোন হস্তক্ষেপ ছিলো না। রায় বিএনপির বিরুদ্ধে যাওয়ায়, তাদের বক্তব্য গতানুগতিক ও নেতিবাচক।'

এছাড়া আরো বলেন, 'ফখরুল ইসলাম আলমগীর ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনায় মামলার রায় নিয়ে যা বলছে তা তাদের চিরাচরিত অভ্যাস।  তারা সবসময়ই তাদের বিরুদ্ধে গেলেই আদালতের রায় মানে না।'#

পার্সটুডে/আবদুর রহমান খান/এমবিএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।