বাংলাদেশে চামড়া শিল্পে ভয়াবহ বিপর্যয়: রপ্তানির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া
(last modified Wed, 14 Aug 2019 11:50:44 GMT )
আগস্ট ১৪, ২০১৯ ১৭:৫০ Asia/Dhaka
  • ক্রেতা না পেয়ে হতাশ মৌসুমী চামড়া ব্যবসায়ীরা
    ক্রেতা না পেয়ে হতাশ মৌসুমী চামড়া ব্যবসায়ীরা

বাংলাদেশের চামড়া শিল্পে ভয়াবহ বিপর্যয় নেমেছে। দেশে প্রাপ্ত পশু চামড়ার প্রায় আশিভাগ সংগ্রহ হয় কুরবানি ঈদের সময়। তবে স্মরণকালের মধ্যে এবারের কোরবানির ঈদে চামড়ার দরপতন ঘটেছে ভয়াবহভাবে।

সরকার নির্ধারিত মূল্য তো দূরের কথা ন্যূনতম মূল্যও না পেয়ে দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় চামড়া ফেলে দিয়ে প্রতিবাদ হয়েছে। লাখ লাখ পিস চামড়া রাস্তায় নষ্ট হয়েছে বা আবর্জনার ভাগারে ডাম্পিং করা হয়েছে। দেশের ইতিহাসে এটি একটি নজীরবিহীন ঘটনা।   

মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুর রহমান সিদ্দিকী গণমাধ্যমকে বলেছেন, তাদের পরিচ্ছন্নতা কর্মীরা নগরীর বিভিন্ন রাস্তায় ফেলে দেয়া কোটি কোটি টাকার চামড়া বর্জ্য হিসেবে তুলে নিয়ে ডাম্পিং স্টেশনে ফেলে দিয়েছে। 

ক্রেতা না পেয়ে সুনামগঞ্জে ৮০০ চামড়া মাটিচাপা 

কোরবানির পশুর চামড়ার ক্রেতা না পেয়ে দুটি গর্ত খুঁড়ে তাতে ৮০০ চামড়া পুঁতে ফেলেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের জামিয়া দারুল হাদিস মাদরাসা কর্তৃপক্ষ। 

জামিয়া দারুল হাদিস মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এলাকায় বেশিরভাগ মানুষ প্রবাসী হওয়ায় গরু কোরবানি বেশি দেন। আর ওইসব গরুর চামড়া তারা মাদরাসায় দান করে দেন। কিন্তু এ বছর চামড়ার ক্রেতা না পাওয়ায় মাদরাসার সবাইকে নিয়ে সিদ্ধান্ত মতো সব চামড়া মাটির নিচে পুঁতে রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে গরুর চামড়ার দাম ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা আর ঢাকার ভেতরে ৪৫-৫০ টাকা নির্ধারণ করা হলেও সে দাম পায়নি তৃণমূলের চামড়া ব্যবসায়ীরা।

আর্থিক সংকটের কারণ দেখিয়ে চামড়া ব্যবসায়ীরা এবার চামড়া সংগ্রহ করার আগ্রহ দেখায়নি। তারা বলেছেন- ট্যানারী মালিকেরা গতবারের বকেয়া পাওনা পরিশোধ করেনি। ওদিকে অভিযোগ উঠেছে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এ অবস্থার সৃষ্টি করেছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

এ অবস্থায় কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সরকার নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন।

তবে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কাঁচা চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যসোসিয়েশন। আজ রাজধানীর ধানমন্ডিতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চামড়া শিল্প রক্ষায় বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহীন আহমেদ।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, এবারের ঈদ-উল আজহা উপলক্ষে সারা দেশে পশু কোরবানি হয়েছে প্রায় এক কোটি। এর মধ্যে গরু কোরবানি হয়েছে ৪৫ থেকে ৫০ লাখ। আর বাকি ৩০-৩৫ লাখ ছাগল, মহিষ ও ভেড়া।

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহীন আহমেদ

এদিকে, কাঁচা চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এ সিদ্ধান্ত ঈদের আগেই ঘোষণা করা উচিত ছিল। চামড়া রপ্তানির সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য লাভজনক হলেও অসময়ের সিদ্ধান্তে খুশি নন তৃণমূলের মৌসুমি ব্যবসায়ীরা।

অর্থনীতি বিশ্লেষকরা জানান, চামড়া রপ্তানির সিদ্ধান্ত স্বল্পমেয়াদে কিছু সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে সেটা এ শিল্পের জন্য ক্ষতির কারণ হবে। আগামী বছর থেকে ঈদের আগে থেকেই কাঁচা চামড়ার বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেবার পরামর্শ দিয়েছেন তারা।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩