ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮
https://parstoday.ir/bn/news/bangladesh-i73068
বাংলাদেশের ফরিদপুর সদর উপজেলায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ (শনিবার) দুপুর দুইটার দিকে উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৪, ২০১৯ ১৬:৪৩ Asia/Dhaka
  • ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮

বাংলাদেশের ফরিদপুর সদর উপজেলায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ (শনিবার) দুপুর দুইটার দিকে উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জের পাটগাছির দিকে যাচ্ছিল। পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ধুলদী বাজার সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এবং করিমপুর হাইওয়ে পুলিশ ও ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। 

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম জানান, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।   

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসন থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 

দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজ চালানোর পর সীমিত পর্যায়ে যান চলাচল শুরু হয়েছে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২