ঢাকায় নিযুক্ত কুটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক, কৃষিমন্ত্রীর প্রতিক্রিয়া
(last modified Wed, 04 Sep 2019 09:40:09 GMT )
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১৫:৪০ Asia/Dhaka
  • ড. কামাল হোসেন- ড. আব্দুর রাজ্জাক
    ড. কামাল হোসেন- ড. আব্দুর রাজ্জাক

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিক  ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ (বুধবার) সকাল সোয়া ১০টা থেকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় প্রায় পৌনে দুই ঘণ্টা এই বৈঠক হয়।

তবে বৈঠকের পর গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন- সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা গণমাধ্যমকে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে কূনীতিকদের সাথে জাতীয় এক্যফ্রন্ট নেতাদের  আলোচনা হয়েছে।

অন্যদিকে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‌‘দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ। যদি বিরোধী দলসহ জনগণকে কথা বলতে না দেওয়া হয়, প্রতিবাদ করতে না দেওয়া হয়, সমস্ত রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয়, তার পরিণতি কী দাঁড়াবে আমি জানি না।’

কূটনীতিকদের মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ রাষ্ট্রদূত, কানাডার উপ-রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেও তাদেরকে ঐক্যফ্রন্টের নেতারা বিভ্রান্ত করতে পারবেন না। কারণ তারা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করেন না।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, কূটনীতিকরা এখন বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চান। তারপরেও ঐক্যফ্রন্টের নেতারা ভুল তথ্য দিয়ে কূটনীতিকদের বিভ্রান্ত করতে চাইলে তার জবাব দেবে আওয়ামী লীগ।

এ সময় চাল রপ্তানির সিদ্ধান্ত রয়েছে, কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতার কারণে বিদেশের বাজারে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ