আবরার হত্যা: বুয়েটে আন্দোলন অব্যাহত, অমিত-তোহা ৫ দিনের রিমান্ডে
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বিকেল ৫টায় হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে বৈঠকে বসবেন তারা। বৈঠকে সাংবাদিকরা প্রবেশ করতে পারলেও সরাসরি সম্প্রচার এবং কোনও ধরনের প্রশ্ন করতে পারবেন না।
আজ (শুক্রবার) বেলা ১১টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণ তাদের বিক্ষোভ আর প্রতিবাদী বিভিন্ন স্লোগান মুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা বলেন, আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবির বিষয়ে কোনও আশ্বাসে কাজ হবে না। সব দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তারা।
অমিত-তোহা ৫ দিনের রিমান্ডে
আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার আলোচিত ছাত্রলীগ নেতা অমিত সাহা ও এজাহারভুক্ত আসামি হোসেন মোহাম্মদ তোহার পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত।
আজ সকালে আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অমিত সাহা ও বিকাল ৩টার দিকে গাজীপুরের মাওনা থেকে তোহাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আরেক আসামি গ্রেফতার
এদিকে, আবরার হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। তার নাম মাজেদুল ইসলাম। তিনি বুয়েটের এমএমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। এ নিয়ে আবরার হত্যার ঘটনায় গ্রেফতারের হলো ১৭।
ডিএমপি উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার ভোর ৪ টায় সিলেটের শাহ কিরন এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। আবরার ফাহাদকে হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি মাজেদুর।
হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পেলেই গ্রেফতার: ডিএমপি
অন্যদিকে, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে কারো সংশ্লিষ্টতা পেলেই গ্রেফতার করা হবে। এক্ষেত্রে এজাহারে নাম আছে কিনা তা দেখা হবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
আজ (শুক্রবার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময়, সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়ার কথাও জানান মনিরুল ইসলাম।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।