যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
-
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।
মহান বিজয় দিবস আজ। যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করছে গোটা দেশ। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির বীর সন্তানদের।
আওয়ামী লীগের পক্ষ থেকে স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা। এসময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। বেলা বাড়ার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়তে থাকে মানুষের ভিড়।এছাড়া, সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে জাতির শ্রেষ্ঠ অর্জনের এ দিনটি।

শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির সাথে কোনো আপস নয়। জনগণকে সাথে নিয়ে স্বাধীনতাবিরোধী শক্তি ও সাম্প্রদায়িক অপশক্তিকে আমাদের পরাজিত করতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আজ ভূলুণ্ঠিত। সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করেছে বর্তমান সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনক হল স্বাধীনতার ৪৯ বছর পরেও আজকে এ দেশ একটি গণতন্ত্র বিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এদেশে মানুষের কোন গণতান্ত্রিক অধিকার নেই, ভোটের অধিকার নেই।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘একাত্তরে সারা পৃথিবী বলেছে, বাংলাদেশ স্বাধীন হতে পারবে না। আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছিলাম। এখন আমাদের অনেক রকম সমস্যা আছে।এগুলো মোকাবিলার জন্য সুষ্ঠু রাজনীতির প্রয়োজন আছে। জাতীয় ঐক্য, জনগণের ঐক্যের প্রয়োজন আছে।’
মহান বিজয় দিবসে আজ সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর ড. কামাল হোসেন এসব কথা বলেন।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের দেশে সুষ্ঠু রাজনীতি দরকার। সুশাসন প্রয়োজন। তিনি বলেন, আজকে কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে। শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না। বির্পযস্ত পররাষ্ট্র নীতি। দেশে লাগামছাড়া দূর্নীতি হচ্ছে। সেটাকে টেনে ধরা যাচ্ছে না। কে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলো, কে ছিলো না এগুলো না ভেবে দেশকে তার প্রকৃত জায়গায় ফিরিয়ে নিতে হবে।
ওদিকে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার-ফেষ্টুন ছিঁড়ে ফেলে দেয়া হয়। সোমবার সকাল ৯টার দিকে জেলা পরিষদ ভবন চত্বরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান /এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।