ড. কামালের সরকার উচ্ছেদের বক্তব্য রাস্তার ভাষা, গণতন্ত্রের নয়: কাদের
(last modified Sun, 09 Feb 2020 12:04:44 GMT )
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ১৮:০৪ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রবীণ নেতা ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকার উচ্ছেদের যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না, সেটা রাস্তার ভাষা।’

আজ (রোববার) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গতকাল (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই বছর কারাবাসের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় ড. কামাল হোসেন বলেছিলেন,  ‘সত্যিকার অর্থে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সেই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা দেশ পরিচালনা করবে। এখন যারা আছে, তাদের লাথি মেরে দেশ থেকে বের করে দিতে হবে। পদত্যাগ পদত্যাগ বললে হবে না। পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে। ওই সব ভাষায় না হলে, তাদের হাত ধরে টেনে রাস্তায় নামিয়ে দিতে হবে। সত্যিকার অর্থে আমাদের দেশের মালিকের ভূমিকায় আসতে হবে। উন্নয়নের নামে যে লুটপাট হয় এগুলো থেকে দেশকে মুক্ত করতে দেশের মালিক জনগণকে আবার দাঁড়াতে হবে।’

ড. কামাল হোসেন

ড. কামালের এ বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি একটা ব্যাপারে খুবই ব্যথিত ও দুঃখিত। আমরা রাজনীতি করি, রাজনীতির একটা ভাষা আছে। প্রতিপক্ষকে আক্রমণ করার রাজনীতির ভাষা আছে, গণতন্ত্রেরও ভাষা আছে। কিন্তু এর সীমা তাঁরা গতকাল সমাবেশে ছাড়িয়ে গেছেন। বাংলাদেশের মানুষ ব্যথিত। ড. কামাল হোসেন কীভাবে সমাবেশে রাস্তার ভাষা ব্যবহার করলেন। তিনি কী করে বললেন, সরকারকে লাথি মেরে নামাবেন, সরকারকে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করবেন? এটা রাস্তার ভাষা, গণতন্ত্রের ভাষা নয়।’

এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কোনো রাজনৈতিক মামলা না। তাঁকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। এটা আদালতের ব্যাপার। তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা। পর্যায়ক্রমে মামলার কাজ চলছে। এবং মামলা বিলম্বিত হওয়ার জন্য তারা নিজেরাও কম দায়ী নয়। সময় মতো আদালতে হাজিরা তাঁরা দিতেন না। অনেক আগেই এ মামলার ব্যাপারে নিষ্পত্তি হওয়ার কথা ছিল।’

আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করা হলে সমুচিত জবাব দেয়া হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বারবার বলেছি, আবারও বলছি, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে সমুচিত জবাব দেওয়া হবে। আপনাদের মনে রাখতে হবে, আন্দোলনের নামে যদি জ্বালাও-পোড়াও এবং কোনো সহিংস পদক্ষেপ নিতে চান, তাহলে আইনপ্রয়োগকারী সংস্থাও মুখে আঙুল নিয়ে চুষবে না। জনগণের জানমাল রক্ষা করার জন্য বাস্তব পরিস্থিতি তাদের মোকাবিলা করতে হবে।’

আওয়ামী লীগ সরকার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার অংশ হিসেবে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় এই তিনটি সেতু জাপানের সহায়তায় আধুনিক ও যুগোপযোগী করে চার লেনে নির্মাণ করা হয়েছে। জাপানি কোম্পানি জাইকা আজ এই সেতু তিনটি আমাদের কাছে হস্তান্তর করলো।’

সেতু তিনটির কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে সম্পন্ন করায় এবং এতে ১ হাজার ৩৮৮ কোটি টাকা ব্যয় কম হওয়ায় জাপান সরকারকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। এই তিনটি সেতু দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে দেশের সড়ক পরিবহন ও সেতু বিভাগের সব প্রকৌশলী ও ঠিকাদারের জন্য শিক্ষণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ