নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেয়া হবে: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i77895-নরেন্দ্র_মোদিকে_অতিথি_হিসেবে_সর্বোচ্চ_সম্মান_দেয়া_হবে_বাংলাদেশের_পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
মার্চ ০১, ২০২০ ২১:৫৮ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন
    বক্তব্য রাখছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

আজ (রোববার) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে আমরা দাওয়াত দিয়েছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের নিশ্চিত করেছেন যে, তিনি আসবেন। সোমবার (২ মার্চ) ভারতের পররাষ্ট্র সচিব আসবেন এ নিয়ে আলাপ করার জন্য। তার সফরে অনেককিছু নিয়েই আলাপ হবে।’

ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন আরও বলেন, ‘আমাদের নিয়ম অনুযায়ী মেহমানদের যেসব সম্মান করার কথা, আমরা তার সবকিছুই করব। তবে আমরা এটাও আশা করি যে, আমাদের মেহমানরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও ইচ্ছার বিষয়ে তারা যেন একটা ভালো অবস্থান নেয়।’

ভারতের দিল্লিতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নাগরিক আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে।

ভারতের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মোদির সফর নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্টজন, ছাত্রনেতা, ধর্মীয় ও সামাজিক সংগঠন মানববন্ধনসহ প্রতিবাদ সভা করে তাকে প্রতিহতের ঘোষণা দিয়েছে। দিল্লিতে মুসলিমদের ওপর নিপীড়ন হামলার প্রতিবাদে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। 

এ বিষয়ে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের যা ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ সংকট। ভারত আমাদের প্রতিবেশি। তারা আমাদের বিশ্বস্ত বন্ধু। সেখানে যদি রক্তপাত হয় সে ব্যাপারে ভারত নিজেরা আলোচনা করে দ্রুত সমস্যাটির সমাধান করবে। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।’

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘একাত্তর সালের সেই রক্তের অক্ষরে রচিত যে বন্ধুত্ব সেই বন্ধুত্বকে বিসর্জন দিতে পারি না। আজকে বাংলাদেশে মুজিববর্ষের মতো ঐতিহাসিক উৎসব পালিত হবে। এই উৎসবে ভারতকে যদি আমরা বাদ দেই এই উৎসবের আমন্ত্রণ যদি না করি এটা হয় একটা অকৃতজ্ঞতা। এটা হয় না। এটা বন্ধুত্বের প্রতি অবমাননা।’

দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ সহিংসতায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত  ও কমপক্ষে ৩০০ জন আহত হয়েছে।#    

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।