দুবাই থেকে ঢাকা ফিরেছেন ১৫৮ বাংলাদেশি, স্পেন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির প্রাদুর্ভাবের কারণে দুবাইয়ে আটকা আরো ১৫৮ বাংলাদেশিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে আজ (মঙ্গলবার) সকাল ৭টা ১৩ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে বিপুল সংখ্যক বাংলাদেশি তিন মাসেরও অধিক সময় ধরে আটকা পড়েন। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় এসব আটকাপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হয়।
বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে দুবাইয়ে আটকাপড়া বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের সুবিধার্থে ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ এ ফ্লাইট পরিচালনা করেছে।
এর আগে শনিবার, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকেপড়া ৩৯১ বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। দুবাই থেকে দেশে ফেরার পর ৩৯১ জনের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
ইতোমধ্যে লন্ডন, সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শ’ বাংলাদেশি দেশে ফিরেছেন।

স্পেন প্রবাসীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট
এদিকে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকেপড়া স্পেন প্রবাসীদের ফেরাতে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান।
স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ বিমানের বিজি-৪১০৯ নম্বরের বিশেষ চার্টার্ড ফ্লাইট রাজধানী মাদ্রিদে ১৯ জুন অবতরণ করবে।
ইতোমধ্যেই বাংলাদেশ বিমান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিশেষ ফ্লাইটের শিডিউল প্রকাশ করেছে। স্পেন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এটিএন বাংলা ইউকের স্পেন প্রতিনিধি বনি হায়দার মান্না এই বিশেষ ফ্লাইটের প্রস্তুতির জন্যে মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিশেষ ফ্লাইটে বাংলাদেশ বিমানের ই-৭৮৭-৮০০ এয়ারক্রাফটের বিজনেস ক্লাসে ২২ জন এবং ইকনোমিক্লাসে ২৪২ জন যাত্রী ঢাকা থেকে সরাসরি মাদ্রিদে যেতে পারবেন। বিজনেস ক্লাসের জন্য বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকা এবং ইকনোমি ক্লাসের জন্য ৯০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট চালু
এদিকে, আজ ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে শুধুমাত্র ব্রিটেনের লন্ডন ও মধ্যপ্রাচ্যের কাতারে বাংলাদেশের ফ্লাইট চলাচলের আনুমোদন দিয়েছে সরকারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে বিমানবন্দর দিয়ে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের ৭২ ঘণ্টা আগে ‘করোনা (কোভিড-১৯) নেগেটিভ’ অর্থাৎ ‘করোনায় আক্রান্ত নন’-এই মর্মে সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতে হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।