বাংলাদেশ থেকে কেউই এবার হজে যেতে পারবেন না, করণীয় নির্ধারণে কাল বৈঠক
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাইরের দেশের হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বাংলাদেশসহ অন্যান্য দেশের মুসল্লিরা এবার পবিত্র হজ পালন করতে পারবেন না।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, সৌদি আরবে বর্তমানে যাঁরা বসবাস করছেন, তাঁদের মধ্যে খুবই সীমিতসংখ্যক মুসল্লি এবারের পবিত্র হজে অংশ নিতে পারবেন।
সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে নিবন্ধিত হওয়া কেউই এবার হজে যেতে পারছেন না। এ অবস্থায় তাঁদের জমা দেয়া অর্থ ফেরত দেওয়া হবে নাকি অন্য কিছু করা হবে- সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল (বুধবার) সংশ্লিষ্টদের সাথে বৈঠক ডেকেছে।
এদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় এখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই হজ্বগমনেচ্ছুদের ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী। তার পরেই বিজ্ঞপ্তি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি মিলিয়ে এবার বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার মুসল্লির হজে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে এ বছর হজ পালনে সৌদি আরব যেতে নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছিলেন ৬৫ হাজার ৫১২ জন মুসল্লি। সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকেও হজ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য এতদিন জানানো সম্ভব হয়নি।
সৌদি সরকারের গতকালের ঘোষণায় এটা নিশ্চিত হয়ে গেল, অন্য দেশগুলোর মতো বাংলাদেশ থেকে হজ করতে আগ্রহীরাও এ বছর হজ পালনের সুযোগ পাবেন না।
বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও করোনাভাইরাস ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ৩০৭ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন বাড়তে না পারে, সেজন্য মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব আয়োজন বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করে দেওয়া হয়। এত উদ্যোগের পরেও সংক্রমণ বেড়েই চলেছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।