চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i81178-চাঁপাইনবাবগঞ্জে_শিবগঞ্জ_সীমান্তে_বিএসএফের_গুলিতে_বাংলাদেশি_কৃষক_নিহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জের তেলকুপি সীমান্তে জাহাঙ্গীর (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
জুলাই ০৪, ২০২০ ১৩:০০ Asia/Dhaka
  • বিএসএফ
    বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জের তেলকুপি সীমান্তে জাহাঙ্গীর (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে।

নিহতের ভাতিজা মাসুদ জানান, শনিবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীর সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ভারতের শ্বশানী গোপালনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। পরে বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহ ফেলে দেন বিএসএফ সদস্যরা।

শাহবাজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ইউনিয়ন সদস্য মোফাজ্জল হোসেন বিএসএফের গুলিতে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। কোম্পানি কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার (৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে মাতাল অবস্থায় বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। পরে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

এর আগে, গতকাল ভোরে যশোর জেলার বেনাপোলের ধন্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুহাম্মদ রিয়াজুল মোড়ল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রিয়াজুল বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।