বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত বদল, বিদেশগামীদের কোভিড-১৯ সনদ বাধ্যতামূলক নয়
-
কোভিড-১৯ টেস্ট (ফাইল ফটো)
বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ পরীক্ষার সনদ গ্রহণের বাধ্যবাধকতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, "এখন শুধুমাত্র যে দেশ থেকে চাওয়া হবে শুধু সেই দেশে ভ্রমণের ক্ষেত্রে এই সার্টিফিকেট নিলেই চলবে।“
তিনি জানান, বৃহস্পতিবারই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। যে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকেই প্রজ্ঞাপনও জারি করা হবে।
উল্লেখ্য, রিজেন্ট-জেকেজির করোনার ভুয়া সার্টিফিকেট কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, বিদেশগামী সকল যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। গত ১২ জুলাই সার্টিফিকেট সংগ্রহের এ বাধ্যবাধকতার ঘোষণা দেয়া হলেও নিয়মটি কার্যকর হয়েছিল এক সপ্তাহ আগে।
এরই মধ্যে করোনা মুক্তির ভুয়া সনদ নিয়ে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টায় ঢাকার বিমানবন্দরে ধরা পড়েন সরকারদলীয় একজন প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান খানের কন্যা। এই ঘটনাটি ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। এবার সরকারের পক্ষ থেকেই এ বাধ্যবাধকতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হলো।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।