বাংলাদেশে বন্ধঘোষিত পাটকল শ্রমিকদের পাওনা অর্থ পরিশোধের কার্যক্রম শুরু
https://parstoday.ir/bn/news/bangladesh-i83090-বাংলাদেশে_বন্ধঘোষিত_পাটকল_শ্রমিকদের_পাওনা_অর্থ_পরিশোধের_কার্যক্রম_শুরু
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমস)-’র কর্তৃত্বাধীন বন্ধঘোষিত মিলসসমূহের অবসরপ্রাপ্ত ও গোল্ডেন হ্যান্ডসেকের আওতায় অবসানকৃত শ্রমিকদের পাওনা অর্থ নগদ ও সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধের কার্যক্রম সূচনা করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৮:০৬ Asia/Dhaka
  • বাংলাদেশে বন্ধঘোষিত পাটকল শ্রমিকদের পাওনা অর্থ পরিশোধের কার্যক্রম শুরু

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমস)-’র কর্তৃত্বাধীন বন্ধঘোষিত মিলসসমূহের অবসরপ্রাপ্ত ও গোল্ডেন হ্যান্ডসেকের আওতায় অবসানকৃত শ্রমিকদের পাওনা অর্থ নগদ ও সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধের কার্যক্রম সূচনা করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার ডেমরায় করিম জুট মিলস প্রাঙ্গনে বিজেএমসি’র এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী করেন মন্ত্রী।

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিজেএমসি’র বন্ধ ঘোষিত মিলসসমূহের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত শ্রমিকদের পাওনা নগদ ও সঞ্চয়পত্রে পরিশোধের কার্যক্রম শুরু হল। প্রয়োজনীয় নিরীক্ষান্তে একই প্রক্রিয়ায় বাকি মিলগুলোর শ্রমিকদের পাওনাও শিগগিরই পরিশোধ করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া ।

আগামীকাল প্রেস ক্লাবের সামনে সমাবেশ

এদিকে, বন্ধঘোষিত রাষ্ট্রায়ত্ত ২৫ টি পাটলের শ্রমিকদের ন্যায্য দাবি ও আন্দোলন সমর্থনে আগামীকাল (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে  এক  সমাবেশের ঘোষণা দিয়েছে চারটি বাম রাজনৈতিক সংগঠন।

জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন এবং জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান আজ এক যৌথ বিবৃতিতে অবিলম্বে বন্ধঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি পুনরায় চালু করা এবং আন্দোলনরত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেবার দাবি জানিয়েছেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।