সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় আরো দুইজন গ্রেফতার
https://parstoday.ir/bn/news/bangladesh-i83426-সিলেটের_এমসি_কলেজ_ছাত্রাবাসে_গণধর্ষণ_মামলায়_আরো_দুইজন_গ্রেফতার
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার এজাহারে অন্তর্ভূক্ত আসামিদের আরো দু’জনকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজন রবিউলকে হবিগঞ্জকে থেকে গ্রেফতার করা হয়েছে। এর প্রায় ঘণ্টাখানেক আগে মামলার আর এক আসামি শাহ মাহবুবুর রহমান ওরফে রনি র‍্যাবের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৬:৩২ Asia/Dhaka
  • রবিউল এবং মাহবুবুর রহমান  রনি
    রবিউল এবং মাহবুবুর রহমান রনি

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার এজাহারে অন্তর্ভূক্ত আসামিদের আরো দু’জনকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজন রবিউলকে হবিগঞ্জকে থেকে গ্রেফতার করা হয়েছে। এর প্রায় ঘণ্টাখানেক আগে মামলার আর এক আসামি শাহ মাহবুবুর রহমান ওরফে রনি র‍্যাবের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে রোববার সকালে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি সাইফুর রহমানকে (২৮) এবং হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করা হয় আর এক আসামি অর্জুন লস্করকে (২৫)। সাড়াদেশে আলোড়ন সৃষ্টিকারী এ ধর্ষণ মামলায় এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার শিকার ১৯ বছর বয়সী তরুণী গৃহবধু গতকাল সিলেটের আদালতে ঘটনার বিষয়ে জবানবন্দী দিয়েছেন।

সাইফুর রহমান এবং অর্জুন লস্কর

উল্লেখ্য, দক্ষিণ সুরমার এক নবদম্পতি গত শুক্রবার বিকেলে প্রাইভেটকারে এমসি কলেজে বেড়াতে যান। বিকেলে এমসি কলেজের ছাত্রলীগের ছয়জন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করে এবং পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। অভিযুক্ত ছাত্রলীগ নেতারা প্রত্যেকেই এমসি কলেজের ছাত্রাবাসে অবস্থান করছিল। তারা টিলাগড় কেন্দ্রীক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকার গ্রুপের অনুসারি বলেই স্থানীয়ভাবে পরিচিত।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।