বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২৩ জনের মৃত্যু
(last modified Sat, 10 Oct 2020 13:01:36 GMT )
অক্টোবর ১০, ২০২০ ১৯:০১ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২৩ জনের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৫০০ জন। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৮৬৯টি। এতে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

ওদিকে, চট্রগ্রাম থেকে প্রাপ্ত খবরে জনা যায়, চট্টগ্রাম জেলায় তিন মাস ধরে নতুন করোনাভাইরাস শনাক্তের হার ধারাবাহিকভাবে কমার পর চলতি মাসে তা আবার ধীরে ধীরে বাড়ছে।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতার কারণে এবং শীত মৌসুম আসন্ন হওয়ায় এই হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গনমাধ্যমকে বলেছেন, “এ মাসে শনাক্ত রোগীর সংখ্যা গড়ে সাড়ে আট থেকে সাড়ে নয় শতাংশের মধ্যে। গত মাসের তুলনায় তা বেশি। নমুনার সংখ্যাও কিছুটা বেড়েছে। চলতি মাসে চট্টগ্রাম জেলায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে হয়েছে সাড়ে আট থেকে সাড়ে নয় শতাংশের মধ্যে, যা সেপ্টেম্বর মাসে গড়ে সাড়ে পাঁচ থেকে সাত শতাংশের মধ্যে ছিল।

তবে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোনো কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়নি।  বুধবার দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ২৯৭জন করোনাভাইরাসয় মারা গেলেন। এরমধ্যে নগরীতে ২০৪ জন এবং অন্য উপজেলায় ৯৩ জন। শতকরা হিসেবে মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।