নববর্ষে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরবে: কাদের, সরকারের পতন ঘটাব: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i85740-নববর্ষে_রাজনীতিতে_ইতিবাচক_ধারা_ফিরবে_কাদের_সরকারের_পতন_ঘটাব_ফখরুল
ইংরেজি নববর্ষ দু হাজার একুশের প্রথম দিনেই বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে পরস্পর-বিরোধী বক্তব্য শোনা গেছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০২১ ১৭:১৩ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের ও মির্যা ফখরুল
    ওবায়দুল কাদের ও মির্যা ফখরুল

ইংরেজি নববর্ষ দু হাজার একুশের প্রথম দিনেই বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে পরস্পর-বিরোধী বক্তব্য শোনা গেছে। 

দেশটির সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে ইঙ্গিত করে তার ভাষায় 'দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা' ফিরে আসবে বলে আশাবাদের কথা জানিয়েছেন। আজ (শুক্রবার) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হবে সম্ভাবনার নতুন কলি। 

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর অঙ্গীকার করেছেন।

আজ (শুক্রবার) ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ অঙ্গীকার করেন।

মির্জা ফখরুল তাঁর ভাষায় 'জনগণের ও রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদী স্বৈর সরকারকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার' আহ্বান জানিয়ে বলেন, এ লক্ষ্যেই আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ, আমরা সফল হবো। #

পার্স-টুডে/ডেস্ক-রিপোর্ট/ এমএএইচ/১