ভারতের ৫০ লাখ করোনা টিকা এখন ঢাকায়: কাল উদ্বোধন, চলছে বিতর্ক
https://parstoday.ir/bn/news/bangladesh-i86422-ভারতের_৫০_লাখ_করোনা_টিকা_এখন_ঢাকায়_কাল_উদ্বোধন_চলছে_বিতর্ক
ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার এ টিকা কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2025-11-26T08:15:16+00:00 )
জানুয়ারি ২৬, ২০২১ ১৩:০০ Asia/Dhaka

ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার এ টিকা কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতি ডোজ পাঁচ ডলার মূল্যে কেনা এ টিকা সংরক্ষণ করা হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে। ল্যাব টেস্ট ও ছাড়পত্রের পাবার চার থেকে পাঁচ দিনের মধ্যে সারাদেশে তা বিতরণ করবে বেক্সিমকো।

এদিকে করোনার টিকাদান নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। যাতে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল এবং মুগদা হাসপাতালের ৮৫ জন চিকিৎসক ও নার্স। প্রাথমিকভাবে ঢাকা শহরের ৫টি হাসপাতালে টিকার কার্যক্রম শুরু হবে।

জাহিদ মালেক

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা টিকা নিতে কাউকে জোর করা হবে না। স্বেচ্ছায় যারা টিকা নিতে চান, তাদেরই দেয়া হবে।

অপরদিকে, টিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে মন্ত্রী এমপিদের দেহে প্রথমে এটা প্রয়োগ করার পরামমর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তবে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা নিয়ে এখনও সরকারি কোনো জরিপ বা গবেষণা হয়নি। সম্প্রতি বেসরকারিভাবে দেশের আট জেলায় জরিপ চালিয়েছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা। তথ্য বলছে, ৭৪ শতাংশ মানুষ বিনামূল্যে নিরাপদ ভ্যাকসিন নিতে আগ্রহী। গবেষকরা বলছেন, বিজ্ঞানসম্মত তথ্য তুলে ধরে দূর করতে হবে ভ্যাকসিন অনাস্থা।

সম্প্রতি নর্থ সাউথ ও ইউল্যাব বিশ্ববিদ্যালয়, রংপুর হাইপারটেনশন সেন্টার এবং ইনজুরি প্রিভেনশন রিসার্চ সেন্টারের ৬ জন গবেষক ৮ জেলায়-শহর-গ্রাম মিলিয়ে প্রায় চার হাজার মানুষের ওপর একটি জরিপ চালায়। জরিপকারীদের প্রশ্ন ছিল ‘ভ্যাকসিন নিরাপদ, কার্যকর ও বিনামূল্যে পাওয়া গেলে নেবেন কিনা’। এতে সম্মতি দিয়েছেন ৭৪ দশমিক ছয় শতাংশ উত্তরদাতা।

গবেষকরা বলছেন, ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কাটাতে হবে। দূর করতে হবে পার্শ্ব- প্রতিক্রিয়ার দুশ্চিন্তা। 

ভ্যাকসিন দ্বিধা নিয়ে ভারতে জরিপগুলোতে শুরুতে যত মানুষ অনিচ্ছুক কিংবা ভাবছিলেন- আনুষ্ঠানিকভাবে শুরু হবার পর আগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।