বাংলাদেশে করোনায় মৃত্যুর আবারো নতুন রেকর্ড ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৩৪৩
https://parstoday.ir/bn/news/bangladesh-i89886-বাংলাদেশে_করোনায়_মৃত্যুর_আবারো_নতুন_রেকর্ড_২৪_ঘণ্টায়_শনাক্ত_৫৩৪৩
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে গত চব্বিশ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৪৩ জন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
এপ্রিল ১০, ২০২১ ১৮:৩০ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় মৃত্যুর আবারো নতুন রেকর্ড ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৩৪৩

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে গত চব্বিশ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৪৩ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষাও হয়েছে ২৬ হাজার ৭৭ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৬৬১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

গতকাল শুক্রবার করোনায় ৬৩ জনের মৃত্যু হয়েছিল। আর ৭ হাজার ৪৬২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে ক্ষমাতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক- সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  নভেল করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ।

আজ শনিবার সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের  বলেন, ‘আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা এবং রাজনৈতিক বাতাবরণ দিয়ে বিতর্কিত করাই এখন বিএনপির রাজনীতি। বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে। এখন লকডাউন নিয়ে নানা অপপ্রচার ও উসকানি দিচ্ছে। বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উসকানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।’

বিএনপির সর্বদলীয় মতামত গ্রহণের কথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা কোনো রাজনৈতিক সমস্যা নয়। দেশে করোনাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি রয়েছে। অতএব, সরকার বিশেষজ্ঞ ও পরামর্শক কমিটির মতামত এবং সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এখানে সর্বদলীয় বিষয়ের চেয়ে জনস্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞদের মতামতই বেশি জরুরি। বিশ্বের কোনো দেশে সংক্রমণ রোধ কিংবা চিকিৎসায় সর্বদলীয় কমিটির নজির নেই। টিকা ব্যবস্থাপনায় কোথাও কোথাও এ ধরনের কমিটি হলেও করোনার সার্বিক ব্যবস্থাপনায় এমন দৃষ্টান্ত নেই।’

আবেগঘন স্ট্যাটাসে  ওবায়দুল কাদের

নিজেদেরকে করোনার চেয়ে শক্তিশালী দাবি করার এক বছর পরে এসে  ক্ষমাতাসিন  দলের  নেতা ওবায়দুল কাদের  আজ  শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে  লিখেছেন, করোনা কাউকে  করুণা করে না, নিজেদের সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা নিষেধাজ্ঞা না মানলে আমাদের সামনে নির্ঘাত অশনিসংকেত।

এক আবেগঘন স্ট্যাটাসে  ওবায়দুল কাদের লিখেছেন,  ‘ভাইরাস আবারো হিংস্র ছোবল মারছে আমাদের উদাসীন শহরে, চরম উপেক্ষার গ্রামীণ জীবনে। চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। হাসপাতালের বেডের জন্য সংক্রমিত মানুষের স্বজনদের হাহাকার। খেটে খাওয়া মানুষের জীবিকার চাকা থেমে যাচ্ছে। থেমে যাচ্ছে জীবনের চির চেনা সুর।’

‘.বদলে গেছে জীবনের রঙ, বদলে গেছে রাজনীতির রঙ, বদলে গেছে আমাদের আচার-আচরণের রঙ। শুধু বদলায়নি অনিয়মের নিরন্তর যাত্রা। বদলায়নি শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। মানুষের শত্রু ভাইরাসকে মানুষই জানাচ্ছে সাদর আমন্ত্রণ’

তিনি আরও লিখেন, ‘অথচ এই প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে কত আপনজনের প্রাণ। নিভিয়ে দিয়েছে কত চোখের বাতি। তছনছ করে দিয়েছে কত সাজানো সংসার। এই জনপদের কত মানুষ আজ করোনার আঘাতে নিঃস্ব- রিক্ত।’

‘তবু কেউ মানে না স্বাস্থ্যবিধি। মাস্ক পরতে চায় না বেশিরভাগ মানুষ। লকডাউনের কড়াকড়িতে ঢিলেঢালাভাব। পাত্তাই দিচ্ছে না কেউ ভয়ঙ্কর করোনাকে। কিন্তু করোনা কাউকে করে না করুণা’ যোগ করেন সেতুমন্ত্রী।

তিনি লিখেন, ‘দেশের জনগণের নিশ্চিন্ত ঘুমের জন্য যিনি সারারাত জেগে থাকেন, তার বারবার উচ্চারিত সতর্কবাণী কি কানে পৌঁছায় না? নিজেদের সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা নিষেধাজ্ঞা আমরা মানবো না? না মানলে আমাদের সামনে নির্ঘাত অশনিসংকেত।’#

পার্সটুডে / আব্দুর রহমান খান/ এমবিএ/ ১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।