বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে: মোকাবেলার উপায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i89924-বাংলাদেশে_করোনায়_মৃত্যু_ও_শনাক্ত_বাড়ছে_মোকাবেলার_উপায়_নিয়ে_মিশ্র_প্রতিক্রিয়া
বাংলাদেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত সপ্তাহ দুয়েক যাবত প্রায় প্রতিদিনই ভাঙছে করোনায় শনাক্ত রোগী ও করোনা সংক্রমণের মৃত্যুর রেকর্ড।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
এপ্রিল ১১, ২০২১ ১৬:২৫ Asia/Dhaka

বাংলাদেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত সপ্তাহ দুয়েক যাবত প্রায় প্রতিদিনই ভাঙছে করোনায় শনাক্ত রোগী ও করোনা সংক্রমণের মৃত্যুর রেকর্ড।

দেশে করোনা সংক্রমণের ৫৭তম সপ্তাহে (এপ্রিল ৪-১০) গতকাল শনিবার আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সপ্তাহে রেকর্ড সংখ্যক ৪৪৮ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। 

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে প্রায় ৬৯ শতাংশই তরুণ-মধ্যবয়সী। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ইউকে ভ্যারিয়েন্ট এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিস্তার ঘটার কারণে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে, এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উস্কানি দিচ্ছে।

বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উস্কানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। বিএনপি অপকৌশল করে সম্মুখসারির যোদ্ধাদের মনোবলে চিড় ধরাতে চায়। শনিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

করোনা মোকাবেলায় বিএনপি’র এখন সর্বদলীয় মতামত গ্রহণের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা কোন রাজনৈতিক সমস্যা নয়, দেশে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি রয়েছে অতএব সরকার বিশেষজ্ঞ ও পরামর্শক কমিটির মতামত এবং সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করছে।’

এ প্রসঙ্গে  বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রাফিকুল ইসলাম রেডিও তেহরানকে বলেন, গতবছর করোনার সংক্রমণের  শুরুতে সরকার পর্যাপ্ত  সতর্কতা এবং  প্রস্তুতিমমূলক  ব্যবস্থা নেইনি। এক বছরেও তারা করোনা মোকাবেলায় কার্যকর ব্যাবস্থা  নিশ্চিত করতে পারেনি। আওয়ামী লীগ সরকারে  থেকে  ব্যস্ত ছিল দলীয় উৎসব নিয়ে, ত্রাণের চাল-তেল  চুরির কাজে। তারা করোনা মহামারিকে দুর্নীতির সুযোগ হিসেবে নিয়েছে।

তিনি উল্লেখ করেন বিরোধী দলে থেকে বিএনপি প্রথম থেকেই  জনসচেতনতা সৃষ্টিতে মনোযোগ দিয়েছে, সীমিত সামর্থ্য নিয়ে সারা দেশে পি পি ই, হ্যান্ড সান্সিতিজার, মাস্ক বিতরণ করেছে এবং দরিদ্রদের মাঝে ত্রান  সাহায্য দিয়েছে।  

তিনি  জানান, সম্মুখসারির যোদ্ধাদের রক্ষা এবং  বিশেষ  প্রণোদনার দাবি করেছে বিএনপি। সরকার তা নিশিচ করতে পারেনি বলে  আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হারে  করোনায় আক্রান্ত  ও  মৃত্যুর শিকার হচ্ছেন বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা।  

ওদিকে, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ডাক্তার ফয়জুল হাকিম বলেছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে ও চিকিৎসায় প্রথম থেকেই জনগণকে সম্পৃক্ত না করার সরকারী নীতি আজ জাতীয় বিপর্যয় ডেকে এনেছে।

গতকাল এক  বিবৃতিতে  তিনি জানান, গতবছর ৮ মার্চ মাসে দেশে প্রথম করোনা রোগী  শনাক্ত হবার পরে আমরা  জাতীয়  দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবী  জানিয়েছিলাম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহের সর্বদলীয় বৈঠক আহবান করে এই অতিমারি কোভিড-১৯ মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করার নীতি গ্রহণ করার জন্য উদ্যোগ নিতে  সরকারের প্রতি আহবান জানিয়েছিলাম।কিন্তু সেদিন সরকার সে আহবানে কোনো সাড়া দেয়নি। জনগণকে সম্পৃক্ত না করে শুরু  থেকে এখন পর্যন্ত সরকার আমলাদের উপর নির্ভর করে করোনা মোকাবিলায় ভুল পদক্ষেপ নিয়ে চলেছে।জনগণ ও দেশকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে বলা হয়,ক্ষমতাসীনরা নিজেদেরকে করোনার চাইতে শক্তিশালী বলে বাগড়ম্বর করেছে,অথচ গত একবছর ধরে অতিমারি করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করেনি। কোভিড-১৯ চিকিৎসায় স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে যথাযথ প্রস্তুত করেনি।##

পার্সটুডে / আব্দুর রহমান খান/ এমবিএ/ ১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।