বাংলাদেশে আবারো করোনায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড: ৯৬ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i90102-বাংলাদেশে_আবারো_করোনায়_সর্বোচ্চ_মৃত্যু_রেকর্ড_৯৬_জনের_মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাস রোধে সর্বাত্মক লক-ডাউন শুরুর দিনে পহেলা বৈশাখে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারর স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা সংক্রমণ শুরুর পর এটিই মৃতের সর্বোচ্চ সংখ্যা। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
এপ্রিল ১৪, ২০২১ ১৮:০০ Asia/Dhaka
  •  বাংলাদেশে আবারো করোনায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড: ৯৬ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাস রোধে সর্বাত্মক লক-ডাউন শুরুর দিনে পহেলা বৈশাখে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারর স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা সংক্রমণ শুরুর পর এটিই মৃতের সর্বোচ্চ সংখ্যা। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮২৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৬৮ জন। এছাড়া চট্টগ্রামে ১২, খুলনায় ৫, বরিশালে ৫, সিলেটে ৩ এবং ময়মনসিংহ বিভাগের ৩ জন রয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ৫৯ জন পুরুষ, বাকি ৩৭ জন নারী। এদের মধ্যে ৯৪ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ২ জন মারা যান। সরকারী হিসেবে এযাবৎ দেশে করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। আর এ পর্যন্ত মারা গেছে ৯ হাজার ৯৮৭ জন। মোট সুস্থ হয়েছে ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন। 

সাংবাদিকদের প্রতি স্বাস্থ্য ডিজি’র উপদেশ

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম মন্তব্য করেছেন, কিছু কিছু গণমাধ্যমের সমালোচনা চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে ।

 আজ বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘করোনা মহামারিতে সাংবাদিকদের আমরা শুরু থেকেই সহযোদ্ধা হিসেবে দেখেছি। তারাও সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তবে এই সময়েও কিছু কিছু মিডিয়া সমালোচনার মাধ্যমে আমাদের মনোবল ভেঙে দিচ্ছে। স্বাস্থ্য ডিজি বলেন, ‘আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ প্রতিটি স্বাস্থ্যসেবা বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এ অবস্থায় মানুষকে বিভ্রান্ত না করে, আমাদের মনোবল না ভেঙে, আমাদের পাশে দাঁড়ান। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশনায় কাজ করছি। আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের ভুল হতেই পারে। সেটা আমাদের ধরিয়ে দিলে আমরা শুধরে নিতে পারব। কিন্তু সমালোচনা না করে এ অবস্থায় আমাদের পাশে দাঁড়ানো উচিত।’

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।