ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে সব ফেরিঘাটে বিজিবি মোতায়েন
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদে ঘরমুখো বেপরোয়া মানুষের ঢল ঠেকাতে দেশের সবগুলো ফেরিঘাটে এবার আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার রাত থেকেই বিজিবি সদস্যরা ফেরিঘাটে অবস্থান নেন।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে মোতায়েন করা হয় দুই প্লাটুন বিজিবি। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই হাজার হাজার মানুষ গাদাগাদি করে ফেরি পার হচ্ছিল। শনিবার ফেরি পুরোপুরি বন্ধ করে দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তাই বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, রাত থেকেই বিজিবি মাঠে কাজ শুরু করে দিয়েছে। একটি টিম ধলেশ্বরী সেতুর সামনে চেকপোস্ট বসিয়েছে। বাকি সদস্যরা শিমুলিয়া ঘাট ও আশপাশে অবস্থান নিয়েছে। তারা কোনো জরুরি যানবাহন ছাড়া কাউকে ফেরী অভিমুখে অগ্রসর হতে দিচ্ছে না।
ওদিকে, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী যাত্রীর চাপ কমেছে। আজ (রোববার) সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের ফেরাতে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
গত কয়েক দিন ধরে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানী ফেরত মানুষ পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ভিড় করে। তবে আজ পাটুরিয়া ঘাটের প্রবেশপথে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে। একদিকে জরুরি লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স বাদ দিয়ে সব ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ রয়েছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমীন রিমন বলেন, পাটুরিয়া ঘাটের প্রবেশদ্বারে মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডে বিজিবি চেকপোস্ট বসানো হয়েছে। এসময় যাত্রী ও যানবাহন ঘাটেরর দিকে যেতে না দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করে সরকারের পক্ষ থেকে সবাইকে কর্মস্থালে অবস্থান করার নির্দেষ দেয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী সবাইকে যার যার অবস্থানে থেকে ঈদ পালন করার অনুরোধ করেছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।