করোনায় মৃত্যু ৬০ ছুঁয়েছে; শনিবার থেকে চীনা টিকাদান শুরু
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু ঘটেছে। আগের দিন মারা গিয়েছিল ৫০ জন। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যু দৈনিক ৫০-এর উপরে থাকছে। আর গত ৪ মে’র পর এই প্রথম একদিনে সর্বোচ্চ সংখ্যক ৬০ জন মারা গেলেন। কেবল মৃত্যু নয়, করোনা সংক্রমণ শনাক্ত ও সংক্রমণের হারও বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৫৬টি। অন্যদিকে সংক্রমণের হার ৫৬ দিন পর ১৬ শতাংশের ওপরে উঠেছে। আজ বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শুরু হচ্ছে চীন টিকাদান কর্মসূচি
আগামী শনিবার (১৯ জুন) থেকে চীনের সিনোফার্মের এবং ফাইজারের টিকা প্রথম ডোজ প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় ডোজের হিসাব মাথায় রেখে আপাতত দেয়া হবে ৫ লাখ মানুষকে। আজ বুধবার (১৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন,
বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের টিকা আনার চেষ্টা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের ১০ লাখ টিকা আসবে। কিন্তু অন্য টিকা কবে আসবে তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আলোচনা চলছে। জাহিদ মালেক বলেন, চীনা টিকার দামটি জনসমক্ষে ;প্রকাশ করার কারণে চীন একটু নারাজ হয়েছে। এতে টিকা পেতে বিলম্ব ঘটেছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, ঢাকার যেসব মেডিক্যাল ইনস্টিটিউট-কলেজ আছে সেখানে আমরা আবার প্রথম ডোজের টিকা নতুন করে দেওয়া শুরু করবো। সিনোফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে। গতকাল মঙ্গলবার (১৫ জুন) পর্যন্ত ৩৭টি জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে বলেও জানান ডা. নাজমুল ইসলাম।
এছাড়া বাংলাদেশ, ভারত ও চীনের তিনটি টিকার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি। বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান সংস্থাটির পরিচালক ডা. মো. রুহুল আমিন।
বিদেশগামী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার দাবি
বিদেশগামী প্রবাসী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশেন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রা।
আজ বুধবার (১৬ জুন) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বায়রা নেতৃবৃন্দ জানান, টিকা দেয়া না থাকলে, বিদেশে কর্মস্থলে যোগ দিতে গিয়ে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়; যা ব্যয়বহুল। তাই রেমিটেন্স যোদ্ধাদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে দেশে দ্রুত টিকা দেবার দাবি জানিয়েছেন বায়রা নেতৃবৃন্দ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।