ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ: গ্যাস ও বিদ্যুত লাইন সঠিকভাবে রক্ষণাবেক্ষণের পরামর্শ বিশেজ্ঞদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i93864-ঢাকার_মগবাজারে_ভয়াবহ_বিস্ফোরণ_গ্যাস_ও_বিদ্যুত_লাইন_সঠিকভাবে_রক্ষণাবেক্ষণের_পরামর্শ_বিশেজ্ঞদের
রাজধানীর মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর আজ শোকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রাথমিকভাবে ধারনা করেছেন, এটি কোনো নাশকতার বিষয় নয়। গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৮, ২০২১ ১৮:০১ Asia/Dhaka

রাজধানীর মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর আজ শোকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রাথমিকভাবে ধারনা করেছেন, এটি কোনো নাশকতার বিষয় নয়। গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ঘটনাস্থল দেখে মনে হচ্ছে, এটি একমুখী বিস্ফোরণ। যদি কোনো নাশকতার বিষয় থাকতো তাহলে বিস্ফোরণে ব্যাপকতা চারদিকে ছড়িয়ে পড়তো। কিন্তু তা হয়নি। এরপরও এই ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করবে।

বিস্ফোরণের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের (সিটিসিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামানকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার ব্রিগেড কর্মকর্তারা বলেছেন, তারা এটাকে গ্যাস দুর্ঘটনা ধরে নিয়েই তদন্ত করছেন। ঘটনা তদন্তে ইতোমধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচ সদস্যের কমিটি কাজ শুরু করেছে।

বিস্ফোরক অধিদদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শনে এসে জানিয়েছেন, ভবনটির নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে। তবে শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক।

তিনি জানান, এ ঘটনায় বিস্ফোরক অধিদদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে।

মগবাজারের বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ জ্বালানি ও প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নু এ দাবি করেন। এ সময়  বিএনপি দলীয় সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, কিছুদিন আগে গত বছরে নারায়ণগঞ্জে মসজিদে নামাজ রত অবস্থায় বিস্ফোরণে অনেক মানুষ মারা গিয়েছিলেন। অনেক মানুষ আহত হয়েছিলেন। তাদেরকে দীর্ঘদিন চিকিৎসা দিতে হয়েছিল। রোববার রাজধানীর মগবাজারের মত ব্যস্ততম জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে এর দায় সরকারকেই নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন ঢাকা শহরে এখনও গ্যাসের লাইন, ইলেকট্রিকের লাইনগুলো অরক্ষিত অবস্থায় আছে। ঢাকা শহরের উন্নয়নের সাথে এগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আর যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে এভাবেই চলতে থাকে তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ভবিষ্যতে এর চেয়ে ভয়াবহ কোনো ঘটনাও ঘটতে পারে।'

গতকাল রবিবার সন্ধ্যায় এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় অবস্থিত 'রাখি নীড়' নামের একটি তিনতলা ভবন ধসে নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হন। আহত হন ওই ভবনের বাসিন্দা, সামনের রাস্তায় থাকা বাসযাত্রী, পথচারীসহ শতাধিক। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণে রাখি নীড় ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন, তিনটি যাত্রীবাহী বাসসহ বেশ কিছু যানবাহন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, হলি ফ্যামিলি হাসপাতাল ও কমিউনিটি হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা মেডিক্যালে ৩৮ জন এবং বার্ন ইনস্টিটিউটে ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছে। বেশির ভাগই ভবনের বিস্ফোরিত অংশ ও কাচের আঘাতে আহত হয়েছে। সন্ধ্যায় ব্যস্ত রাস্তায় বাসে যাতায়াতের সময় বা রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে গিয়ে আকস্মিকভাবে হতাহতের শিকার হন অনেকে। 

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন আজ সোমবার সাংবাদিকদের জানান, চিকিৎসাধীন পাঁচ রোগীদের মধ্যে তিনজনের শরীরের ৯০ শতাংশ দগ্ধ। তাঁদের মধ্যে দুজনকে আইসিইউ ও একজনকে এইচডিইউতে রাখা হয়েছে। বাকি দুজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।