জুলাই ২২, ২০২১ ১২:০৮ Asia/Dhaka
  • ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৭ বাংলাদেশির মৃত্যু

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির এই ঘটনা ঘটে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুয়ারা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় ১৭ জন বাংলাদেশি মারা গেছেন এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের মধ্যে সিরিয়া, মিসর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের নাগরিকেরা ছিলেন।

এর আগে গত ২৪ জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে আড়াইশর বেশি বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তিউনিসিয়া কোস্টগার্ড জানায়, তিন মিসরীয় নাগরিক এবং ২৬৪ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী একটি নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাচ্ছিলেন। মাঝসমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়েন তারা।

এর মাত্র তিনদিন পরেই সাগরে ভাসমান অবস্থায় ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধার করা হয় দুটি মরদেহও। উদ্ধার ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি। অন্যরা ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক।

এরপর ৩ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিসরসহ চারটি দেশের অন্তত ৪৩ জন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- গত কয়েক মাসে তিউনিসিয়ার উপকূলে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর সলিল সমাধি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এসব অভিবাসী তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইউরোপের ইতালির উদ্দেশে সাগরপাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ