কঠিন করোনার সময়ে সাহায্যের হাত বাড়িয়েছে কেউ কেউ
(last modified Sun, 01 Aug 2021 13:11:19 GMT )
আগস্ট ০১, ২০২১ ১৯:১১ Asia/Dhaka

মহামারি করোনা কালে বিপদে পড়েছে বাংলাদেশসহ বিশ্বের বহু মানুষ। দরিদ্র মানুষের মধ্যে চলছে হাহাকার। তাদের দু:খ-কষ্টের নেই কোন সীমা। তাদের কিছুটা শরীরের ক্ষুধা মিটাতে মাঠে নেমেছেন কেউ কেউ। আবার তাদের জন্য দু'বেলা রান্না করে খাওয়া বিলিয়ে দিচ্ছেন কেউ কেউ। এই মহৎ উদ্যোগে সাড়া ফেলেছে এলাকায়।

করোনার কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন ও মৃতের সংখ্যা। কঠিন সময়ে অবশ্য একে অপরের পাশে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। তৈরি হচ্ছে মানবিকতার এক অনন্য বন্ধন।

এখানে বাংলাদেশী একদল সমাজসেবকের খাওয়া বিতরণের একটি ভিডিও দেয়া হলো:
ভিডিওধারন: রয়টার্স

পার্সটুডে/মো.আবুসাঈদ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।