গণটিকার কার্যক্রম আপাতত বন্ধ: স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i95980-গণটিকার_কার্যক্রম_আপাতত_বন্ধ_স্বাস্থ্যমন্ত্রীর_ঘোষণা_এবং_বিভিন্ন_মহলের_মিশ্র_প্রতিক্রিয়া
বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। আজ রবিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সারা দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৫, ২০২১ ১৭:৫৮ Asia/Dhaka

বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। আজ রবিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সারা দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, এই সপ্তাহে আমরা ৫৪ লাখ টিকা পেয়েছি। মাসের শেষের সপ্তাহের মধ্যে আরও ৫০ লাখ টিকা আসবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। এর আগে গত সপ্তাহে  গণটিকা কার্যক্রম শুর করার পরপরই বিএনপি মহাসচিব মির্জা  ফখরুল ইসলাম  অভিযোগ করেছিলেন, পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই সরকার  গণটিকার নামে একটা গনপ্রতারনা  শুরু করেছে এবং এটাকে দলীয় কর্মসুচীতে পরিণত করেছে।

বিএনপি'র অপপ্রচার দায়ীঃ  ওবায়দুল কাদের 

গণটিকা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভ্যাকসিন নিয়ে কোন সংকট হবে না, আগামী ছয় মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ রোববার সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের  আবারও বিএনপিকে অভিযুক্ত করে বলেছেন, মানুষের আগ্রহে ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপচেষ্টা করছে। একদিকে বিএনপি অপপ্রচার চালায় আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করে।

টিকা সংগ্রহের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী আজ জানিয়েছেন, টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। এখন টিকা পেতে অপেক্ষায় আছি। ভারতের কাছে পাওনা আছে দুই কোটি ৩০ লাখ টিকা। কোনো কার্যক্রম আটকে নেই। টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে।

জাহিদ মালেক বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। গতমাসেও আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল। সংক্রমণের হার ৩২ শতাংশে উঠে গিয়েছিল। এখন এটা কমে ২০ শতাংশের মধ্যে চলে এসেছে। তবে সংক্রমণ ও মৃত্যু কিছু কমলেও আমরা সন্তুষ্ট নই, আমরা সংক্রমণ পাঁচ শতাংশের নিচে নামাতে চাই।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।