বাংলাদেশে খুলে দেওয়া হয়েছে পর্যটন শিল্প: খুশি ভ্রমণপিয়াসুরা, ব্যবসায়ীদের সন্তোষ
(last modified Thu, 19 Aug 2021 12:52:18 GMT )
আগস্ট ১৯, ২০২১ ১৮:৫২ Asia/Dhaka
  • বাংলাদেশে খুলে দেওয়া হয়েছে পর্যটন শিল্প: খুশি ভ্রমণপিয়াসুরা, ব্যবসায়ীদের সন্তোষ

করোনাভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘদিন বিধি-নিষেধ বহাল থাকার পর আজ (বৃহস্পতিবার) থেকে খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের পর্যটন শিল্প। তবে স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক পর্যটক নিয়ে হোটেল, মোটেল, রিসোর্ট, পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো চালু রাখার নির্দেশ দিয়েছে সরকার।

পর্যটন নগরী কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ আজ সকালে সমুদ্রসৈকত পরিদর্শনে এসে জানিয়েছেন, তাদের মনিটরিং টিম সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা সমুদ্রসৈকত এবং হোটেল মোটেল পরিদর্শন করবে। এদিকে প্রথম দিনেই বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে বেড়াতে আসার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভ্রমণপিপাসূরা।

আর পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা আশা করছেন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা। তবে সংক্রমণ যাতে আবার না বেড়ে যায় তার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। একই সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটনশিল্পসংশ্লিষ্ট উপখাতগুলো পরিচালনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

সুন্দরবন খুলে দেওয়া হয়নি

করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখা দেশের পর্যটনকেন্দ্রগুলো বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে খুলে দেওয়া হলেও পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হয় নি। তাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণের আশায় থাকা পর্যটকদের জন্য আপাতত সুখবর নেই। বনবিভাগ সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে ৩ এপ্রিল  সুন্দরবনের পর্যটক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল হবার পর থেকে গত সাড়ে চার মাসে ১১ লাখ ৬৫ হাজার টাকার রাজস্ব হারিয়েছে সুন্দরবন কর্তৃপক্ষ। পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করা যায়নি।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।