ক্লাব কার্যক্রমের খবর
রেডিও তেহরানের প্রচার বাড়াতে সিলেট কোম্পানীগঞ্জে বিশেষ আলোচনা সভা
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস-এর অধীনস্থ 'রেডিও তেহরান' বাংলা বিভাগের প্রচার বাড়াতে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) বিকালে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল।
রেডিও তেহরান বাংলা বিভাগের পরিচিতি তুলে ধরে তিনি বলেন, শ্রোতারা হচ্ছে বেতারের প্রাণ। শ্রোতারা রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে যত বেশি মতামত দেবে, চিঠি কিংবা ই-মেইল পাঠাবে, গঠনমূলক আলোচনা-সমালোচনা করবে, ইরানের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে, অনুষ্ঠানের মান তত বেশি ভালো হবে।
তিনি বলেন, ইরান সম্পর্কে ভালো ভাবে জানতে হলে আপনাদের অবশ্যই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে হবে। এসময় তিনি উপস্থিত সবাইকে প্রতিদিন রেডিও কিংবা ফেসবুক লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র ফার্সি ভাষার ওয়েবসাইট, বাংলা ভাষার ওয়েবসাইট 'পার্সটুডে' এবং ফার্সি ভাষার সাপ্তাহিক “সেদো ওয়া সিমা” পত্রিকায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমের একাধিক সংবাদ প্রচার ও প্রকাশ করায় রেডিও তেহরান বাংলা বিভাগের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রথম বিদেশ সফর তথা তাজাকিস্তান সফর প্রসঙ্গেও সভায় গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
ক্লাবের সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন বলেন, ইরানের আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান বাংলা বিভাগ আমাদের একটি প্রিয় বেতার। সিলেটে এই বেতারের প্রচার ও প্রসারে আমরা বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করবো। রেডিও তেহরানের শ্রোতাবৃদ্ধি করতে সিলেটের বিভিন্ন এলাকায় শীঘ্র অনুষ্ঠানসূচি বিতরণ করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সদস্য লাবীব ইকবাল, সিলেট জেলা শাখার সদস্য মো: আকবর আলী, শিল্পী আক্তার মিম, নুসরাত জাহান নিঝুম, জান্নাতুল ইসলাম এহসান, বাউল এছহাক, মো: সায়দুল হক, মো: নাছির, মো: আলম প্রমুখ।#
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান, সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।