হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৩৫
বাংলাদেশে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু: ২৪ ঘণ্টায় ২০৭ জন হাসপাতালে ভর্তি
বাংলাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৭৮ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৭৮ জন। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন ৯ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন।
আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ৩৩৬ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৯ হাজার ৩২৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে নতুন আরও ২০৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬২ জন।
ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৫ জন।
এদিকে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৫ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭৫৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৭৭ জন। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।