ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করছে আমেরিকা: ওয়াশিংটনের দাবি 
https://parstoday.ir/bn/news/event-i137458-ইসরাইলে_অস্ত্র_সরবরাহ_বন্ধ_করছে_আমেরিকা_ওয়াশিংটনের_দাবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে স্থল আগ্রাসন চালালে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০৯, ২০২৪ ১৩:২৮ Asia/Dhaka
  • গাজা সীমান্তে ইসরাইলি সেনাদের অবস্থান
    গাজা সীমান্তে ইসরাইলি সেনাদের অবস্থান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে স্থল আগ্রাসন চালালে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে।

গতকাল (বুধবার) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। তিনি বলেন, “যদি তারা রাফা শহরে অভিযান চালায় তাহলে আমরা তাদেরকে অস্ত্র সরবরাহ করব না যে অস্ত্র তারা বিভিন্ন শহরে ব্যবহার করেছে।”

বাইডেন বলেন, “আমরা ইসরাইলকে আর অস্ত্র এবং কামান ও মর্টারের গোলা দেব না।”

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর মার্কিন সরকার হাজার হাজার টন অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে দখলদার বাহিনীকে। এসব অস্ত্র গাজার নিরপরাধ নিরীহ মানুষকে হত্যার জন্য ব্যবহার করেছে ইসরাইল। ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় ৩৪ হাজার ৮৪৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। 

আমেরিকা ইহুদিবাদী ইসরাইলকে প্রতিবছর ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরাইল সরকারের জন্য সমর্থন জোরদার করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া, তার প্রশাসন অন্তত দুই দফায় কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী ক্ষমতা বলে ইসরাইলকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দিয়েছে কয়েকবার।

গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ব জনমত যখন মারাত্মকভাবে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে বিগড়ে গেছে এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন যখন প্রবলভাবে জনসমর্থন হারাচ্ছেন তখন তিনি রাফাহ শহরে ইসরাইলি আগ্রাসনের বিরোধিতা করছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।