ডোনাল্ড লু'র বাংলাদেশ সফর নিয়ে মাতামাতি কিসের- ওবায়দুল কাদেরের প্রশ্ন
(last modified Tue, 14 May 2024 12:29:16 GMT )
মে ১৪, ২০২৪ ১৮:২৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র আসা নিয়ে আমার কিছু বলার নেই। একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা নিয়ে এত মাতামাতি কিসের।’

আজ (মঙ্গলবার) সচিবালয়ে অবস্থিত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি পাত্তা দিচ্ছে কি না আমি জানি না। তারা ওপরে ওপরে অনেক কিছুই পাত্তা দেয় না। আবার তলেতলে পাত্তা দেয়।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসানীতি এগুলোর কেয়ার করি না।’

এদিকে, বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডোনাল্ড লু'র বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভিতরে আছেন। তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। ওবায়দুল কাদের সাহেবরা মানসিক অস্থিরতায় ভুগছেন। ভয়ে তারা প্রলাপ বকছেন। 

উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, "আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি'র নেতারা মনে করেন লু (ডোনাল্ড লু) এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন, সেই আশায় আছেন। কিন্তু বিএনপির নেতারা কোথাও এবিষয়ে কিছু বলেননি। ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন। তিনি কী জ্বরে ভুগছেন? মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় মধ্যে আছেন।"

সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে উল্লেখ রুহুল কবির রিজভী বলেন, ৭ই জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ২৫ থেকে ২৬ হাজারের বেশি নেতাকর্মীদের তারা (সরকার) গ্রেপ্তার করেছিল। সে নির্বাচনে অন্য কোন দল অংশ নেয়নি। জনগণও তাদের ভোট দিতে যায়নি।

এসময় দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।